আইপিএল নিলামের জ্বর মিরপুরেও

চোটের কারণে বিপিএল থেকে ছিটকে পড়েছেন তাসকিনছবি: প্রথম আলো

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচ চলছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। কিন্তু দুই দলের খেলোয়াড় ও আম্পায়াররা ছাড়া অন্যদের মাঠের খেলায় মনোযোগ কই!

সবাই যে খোঁজখবর রাখছেন ভারতের বেঙ্গালুরুতে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামের। যাঁরা টেলিভিশনে নিলাম দেখতে পারছেন না, তাঁদের চোখ মুঠোফোনের পর্দায়। ছোট ছোট জটলায় নিলামে ক্রিকেটারদের দরদাম নিয়ে আলোচনা-বিশ্লেষণ তো আছেই।

আইপিএল নিলাম নিয়ে এই দৃশ্য দেখা গেছে স্টেডিয়ামের আশপাশেও।

এবারের আইপিএল নিলামে তাসকিন আহমেদ, লিটন দাস, শরীফুল ইসলাম, সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের নাম থাকায় বাংলাদেশ ক্রিকেটেও এ নিয়ে আগ্রহ কম না। সাকিবকে কেউ না কেনায় এ নিয়ে তুমুল আলোচনা।

মন্তব্যের ঝড় শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে আগামীকাল আবারও সাকিবের নাম নিলামে উঠতে পারে। এ ছাড়া এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাকি চার বাংলাদেশি ক্রিকেটারের নাম এখনো নিলামে তোলা হয়নি।

আইপিএলে আজকের নিলামে দল পাননি সাকিব
ছবি: প্রথম আলো

নিলামে যেহেতু তাসকিনের নামও আছে, তাই আজ মিরপুরে তাসকিনকে পেয়ে সাংবাদিকেরাও আইপিএল প্রসঙ্গটা টেনে আনলেন। চোটের কারণে এবারের বিপিএল থেকে ছিটকে পড়া তাসকিন আজ মিরপুর স্টেডিয়ামের একাডেমি মাঠে বোলিং অনুশীলন করতে আসেন। জাতীয় দলের ফিজিও বায়েজিদ ইসলামের উপস্থিতিতে ছয় ওভার বোলিং করেন তাসকিন।

পিঠের ব্যথা থেকে যে দ্রুতই সেরে উঠছেন, সেটি আঁচ করা যাচ্ছিল তাসকিনের লম্বা রান আপে। অনুশীলন শেষে সাংবাদিকের প্রশ্নের উত্তরে তাসকিন বলছিলেন, ‘সাকিব ভাই ও মোস্তাফিজ আশা করছি দল পাবেন। যদি দল না–ও পেয়ে থাকে, তবু তাঁরা সব সময় বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়।’

বাংলাদেশ জাতীয় দলের নির্বাচকদের মধ্যে আইপিএল নিলাম নিয়ে বিরাট আগ্রহ। আইপিএলের সময় বাংলাদেশ দলের দুটি দ্বিপক্ষীয় সিরিজ আছে। আইপিএলে দল পেলে কোন সময় কে আবার ছুটি চেয়ে বসে এ নিয়ে আছে তাদের চিন্তা।

কদিন আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালন বিভাগের প্রধান জালাল ইউনুস জানিয়েছিলেন বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে সিরিজে সাকিবের খেলা নিশ্চিত হলেও টেস্ট সিরিজে তাঁকে পাওয়া যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা আছে। তবে আইপিএলের শেষ দিকে ঘরের মাঠের শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলা নিয়ে নাকি কোনো অনিশ্চয়তা নেই। তাই কাল সাকিব যদি দল পেয়েও যান, তবু তিনি পুরোটা সময় আইপিএল খেলতে পারবেন না।

আইপিএল নিলামে মোস্তাফিজুর রহমানের নামও আছে
ছবি: প্রথম আলো

তাসকিন, লিটন, শরীফুলরা দল পেলেও নির্বাচকদের এসব নিয়ে ভাবতে হবে। তবে তাসকিনের কথায় বোঝা গেল, দল পেলেও তিনি খেলবেন জাতীয় দলের হয়ে। তবে আইপিএল দল পাওয়া নিয়ে সংশয় ছিল তাসকিনের কণ্ঠে, ‘আমার দল পাওয়া নিয়ে এখনো তেমন কোনো প্রত্যাশা নেই। কারণ, আমাদের অনেক খেলা আছে। যেহেতু টেস্ট খেলব, তাই আমাকে পাওয়ার ব্যাপারও আছে। দল পেলে তো ভালো লাগতই। যেহেতু টেস্ট খেলা আছে তাই দল পাওয়ার সুযোগ কম থাকবে।’

এসব দুশ্চিন্তা নেই শুধু মোস্তাফিজের। টেস্ট দলের ভাবনায় না থাকায় আইপিএলের পুরোটা সময় ছুটি পাবেন এই বাঁহাতি পেসার।