আজই সিরিজ জিততে পারবে বাংলাদেশ?

টি–টোয়েন্টি সিরিজের ট্রফি হাতে দুই দলের অধিনায়ক—সিকান্দার রাজা (বাঁয়ে) ও মাহমুদউল্লাহছবি: সৌজন্য

হারারেতে আজ বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। কাল প্রথম ম্যাচে ৮ উইকেটের জয় তুলে নেয় মাহমুদউল্লাহর দল।

সেটি আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে বাংলাদেশের শততম ম্যাচ। এর আগে শততম ওয়ানডে ও শততম টেস্টেও জিতেছে বাংলাদেশ। আজ এক ম্যাচ হাতে রেখেই কি টি–টোয়েন্টি সিরিজ জিততে পারবে বাংলাদেশ?

জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজে স্বাগতিকদের পাত্তা দেয়নি বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজে জিম্বাবুয়েকে ৩–০ ব্যবধানে ধবলধোলাই করেছে তারা। এই তিন ম্যাচের শেষ দুই ম্যাচে জিম্বাবুয়ে লড়াইয়ের চেষ্টা করলেও পারেনি।

প্রথম ম্যাচে তো হারের ধরন ছিল অনেকটাই নিঃশর্ত আত্মসমর্পণের মতো। ১৫৫ রানে জিতেছিল বাংলাদেশ। পরের দুই ম্যাচে যথাক্রমে ৫ বল হাতে রেখে ৩ উইকেটে এবং ১২ বল হাতে রেখে ৫ উইকেটে জিতেছে বাংলাদেশ।

কাল সিরিজের প্রথম টি–টোয়েন্টি ম্যাচে ৭ বল হাতে রেখে ৮ উইকেটে জিতেছে বাংলাদেশ। ম্যাচের কোনো অবস্থায়ই মনে হয়নি, মাহমুদউল্লাহর দল হারতে পারে। এই আত্মবিশ্বাস আজ কাজে লাগাতে পারবে বাংলাদেশ?

আপনার মতামত দিন।