টি-টোয়েন্টি ক্রিকেটে পঞ্চম বাংলাদেশি বোলার হিসেবে হ্যাটট্রিক পেয়েছেন ডানহাতি পেস বোলিং অলরাউন্ডার আলাউদ্দিন বাবু। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের দিনের প্রথম ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ব্রাদার্স ইউনিয়নের হয়ে এ কীর্তি গড়েন ২৯ বছর বয়সী পেসার।
রূপগঞ্জের ইনিংসের ১৮তম ওভারের শেষ দুই বলে মুক্তার আলী ও সোহাগ গাজী এবং শেষ ওভারের প্রথম বলে নাবিল সামাদকে আউট করে হ্যাটট্রিক পূরণ করেছেন আলাউদ্দিন বাবু। ম্যাচে তাঁর বোলিং বিশ্লেষণ ৩.১ ওভারে ২১ রানে ৪ উইকেট। টি-টোয়েন্টি ক্রিকেটে এটিই তাঁর সেরা বোলিং।
রূপগঞ্জের ইনিংসের প্রথম ওভারেই দারুণ এক ইনসুইঙ্গারে আজমির আহমেদকে বোকা বানিয়েছিলেন বাবু। প্রথম স্লিপে দাঁড়ানো জুনায়েদ সিদ্দিক আজমিরের ব্যাট ছুঁয়ে যাওয়া বল ধরতে ভুল করেননি। পরে ডেথ ওভারের এসে ফের টানা তিন উইকেট নেন এই মিডিয়াম পেসার। ১৮তম ওভারের পঞ্চম বলে নাঈম ইসলাম জুনিয়রের হাতে ধরা পড়েন মুক্তার আলী। পরের বলে জাহিদুজ্জামানের হাতে ক্যাচ দেন সোহাগ গাজী। ইনিংসের শেষ ওভারের প্রথম বলে স্লোয়ার বাউন্সারে হ্যাটট্রিক আদায় করে নেন আলাউদ্দিন। ব্যাটসম্যান নাবিল সামাদের ভুল টাইমিংয়ে বল যায় আকাশে। পয়েন্টে সহজ এক ক্যাচ নিয়েছেন মিজানুর রহমান।
আলাউদ্দিন বাবুর হ্যাটট্রিকে রূপগঞ্জ মাত্র ১১১ রানে অলআউট হয়। টস জিতে ব্যাট করতে নামা দলটির হয়ে অধিনায়ক নাঈম ইসলামের ৩৮ রানই সর্বোচ্চ। এ ছাড়া সাব্বির রহমানের ব্যাট থেকে এসেছে ২৩ রান।