উইকেট নিয়ে ভাবতে 'না' সাকিবের

সাকিব ওয়েস্ট ইন্ডিজ সফরের উইকেট নিয়ে ভাবছেন না। ছবি: এএফপি
সাকিব ওয়েস্ট ইন্ডিজ সফরের উইকেট নিয়ে ভাবছেন না। ছবি: এএফপি
>

ওয়েস্ট ইন্ডিজ সফরে সামর্থ্যের সবটুকু দিয়েই লড়তে হবে বাংলাদেশকে। সাকিব আল হাসানের উপলব্ধি এটিই

অ্যান্টিগা টেস্টের আগে বাংলাদেশের ব্যাটসম্যানদের প্রতি অধিনায়ক সাকিব আল হাসানের উপদেশ একটাই—উইকেট নিয়ে মাথা ঘামিয়ো না। এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা যে একটু ভিন্ন উইকেটের মুখোমুখি হচ্ছেন, এটা নিশ্চিত। সাকিব নিজেও পরখ করে উইকেটে আগের চেয়ে অনেক বেশি ঘাস পাচ্ছেন। ক্যারিবীয় উইকেটে সাধারণত যে এত ঘাস থাকে না, সেটা তিনি জানেন। উইকেটে গতি ও বাউন্স দুটিই থাকছে, এ বিষয়ে নিশ্চিত বাংলাদেশের টেস্ট দলপতি। তাঁর আশা, এই নতুন ধরনের ক্যারিবীয় উইকেটে দলের খেলোয়াড়েরা খুব ভালো করেই মানিয়ে নেবেন।

সাকিব নিশ্চিন্ত বাংলাদেশের ব্যাটসম্যানদের অভিজ্ঞতার ব্যাপারটি ভেবেই। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহসহ তিনি নিজে যে আন্তর্জাতিক ক্রিকেটে যথেষ্ট অভিজ্ঞ, এ উপলব্ধি তাঁর আছে। সবকিছু বিচার করেই তিনি বলেছেন, ‘আসলে উইকেট নিয়ে অত ভেবে লাভ নেই। আমি আমার দলের খেলোয়াড়দের তা-ই বলব। এটাই আমার পরামর্শ তাদের প্রতি। এ উইকেটে ব্যাটসম্যানদের ব্যাটে যথেষ্ট পরিমাণেই বল আসবে। আশা করছি, খুব দ্রুতই তারা উইকেটের সঙ্গে মানিয়ে নিতে পারবে।’

ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ ভালো করবে—এই বিশ্বাসটা সাকিবের আছে। এই বিশ্বাসের ভিত্তি দলের খেলোয়াড়দের চাঙা ভাব, ‘এই সফরের আগে শেষ দু-তিন মাসে আমরা খুব বেশি ক্রিকেট খেলিনি। আমাদের প্রস্তুতি বেশ ভালো। ক্যারিবীয় দ্বীপে আমরা পা রেখেছি, তা–ও এক সপ্তাহ হয়ে গেছে। আমরা পরিবেশ ও কন্ডিশনের সঙ্গে খুব ভালো করেই মানিয়ে নিয়েছি।’

দুই দিনের প্রস্তুতিমূলক ম্যাচটিও সাকিবকে উৎসাহ জোগাচ্ছে, ‘গত এক সপ্তাহে আমরা একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলেছি। সুতরাং আমরা পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছি। আমরা সব ধরনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’

বাংলাদেশের আগেই ওয়েস্ট ইন্ডিজ সফর করেছে শ্রীলঙ্কা। ১-১ ড্র হওয়া সিরিজটিতে বাংলাদেশের জন্য শেখার অনেক কিছুই ছিল। সিরিজটিতে বাংলাদেশ দলও চোখ রেখেছিল ভালো করেই। আর সেটি দেখে নিজেদের সিরিজ নিয়ে অনেক পরিকল্পনাই সাজিয়েছে বাংলাদেশ। সাকিব সেটা নিজেই জানিয়েছেন, ‘আমরা টিভিতে সিরিজটা দেখেছি। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল এটি। দুটি দলই ভালো খেলেছে। তবে বাংলাদেশের বিপক্ষে অন্য একটা সিরিজই খেলতে নামবে ওয়েস্ট ইন্ডিজ। আমরা সিরিজটির জন্য মুখিয়ে আছি। এটি সহজ হবে না। আমি মনে করি, ওয়েস্ট ইন্ডিজকে আমাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়েই মোকাবিলা করতে হবে।’