ওয়ানডের রোমাঞ্চে বাংলাদেশ দল

আগামীকালের জন্য রোমাঞ্চিত তামিমছবি: প্রথম আলো

টি-টোয়েন্টি ও টেস্টের ভিড়ে গত আট মাস ওয়ানডে খেলা হয়নি বাংলাদেশ দলের। প্রিয় সংস্করণের ক্রিকেটে বাংলাদেশ সর্বশেষ খেলেছে গত জুলাই মাসে, জিম্বাবুয়ে সফরে। ওয়ানডে সুপার লিগের সেই সিরিজটি ৩-০ ব্যবধানে জিতেছিল তামিম ইকবালের দল।

এবার আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সুপার লিগের আরও তিনটি ম্যাচ দিয়ে ৫০ ওভারের খেলায় ফিরছে বাংলাদেশ। কাল শুরু হতে যাওয়া সিরিজের প্রথম ম্যাচটির আগে তাই বাংলাদেশ দল আছে ওয়ানডে ক্রিকেটের রোমাঞ্চে।

বাংলাদেশের সর্বশেষ ওয়ানডেতে শতক ছিল তামিমের
ফাইল ছবি

ওয়ানডে সিরিজের ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলন শেষে অধিনায়ক তামিম আজ সে কথাই বলছিলেন। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিরিজের শুরুটা ভালো করার আশা দেখিয়ে তামিম বলছিলেন, ‘ছয় থেকে সাত মাস পর যেহেতু ওয়ানডে খেলছি, সেদিক থেকে সবাই রোমাঞ্চিত। কোনো সন্দেহ নেই এটি আমাদের অন্যতম পছন্দের সংস্করণ। এ বছর আমাদের বেশ কয়েকটা ওয়ানডে (সিরিজ) আছে, যেটা হয়তো টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে গত বছর ছিল না। সেদিক থেকে আগামীকালের জন্য রোমাঞ্চিত হয়েই অপেক্ষা করছি।’

ওয়ানডে ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটেও দীর্ঘ বিরতির পর ফিরছেন তামিম। জিম্বাবুয়েতে খেলা ওয়ানডে সিরিজে তামিমও তাঁর সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। এর পরের সময়টা চোটের সঙ্গে লড়াই করে কেটেছে এই বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যানের। শুধু তামিম নন, দলের বাকিদেরও ৫০ ওভারের খেলার সঙ্গে মানিয়ে নিতে হবে। অভিজ্ঞতা দিয়ে সেটি কাটিয়ে তোলার কথাই বলছিলেন ওয়ানডে অধিনায়ক।

তামিম বলছিলেন, ‘এখানে চ্যালেঞ্জের কিছু নেই। কারণ, কমবেশি সবাই অভিজ্ঞ ক্রিকেটার। আমরা টি-টোয়েন্টি খেলেছি, তবে আমার কাছে মনে হয় ওদের সঙ্গে ওয়ানডে দিয়ে শুরু করাই সঠিক সিদ্ধান্ত ছিল। কারণ আমার মতে, ওয়ানডেতে আমরা অবশ্যই ভালো দল। ছন্দে ফেরাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে। সবাই খেলার মধ্যে আছে, এটা ইতিবাচক দিক। সবাই ভালো করছে, ভালো খেলছে,...এখন শুধু আমাদের দল হিসেবে এক হতে হবে এবং ভালো পারফর্ম করতে হবে।’

জিম্বাবুয়েকে ধবলধোলাই করার পর আর ওয়ানডে খেলেনি বাংলাদেশ
ফাইল ছবি

সংস্করণটা ওয়ানডে বলে দলের সেরা খেলোয়াড়দেরও একসঙ্গে পাচ্ছেন তামিম। অধিনায়ক হিসেবে এটিও তামিমের জন্য স্বস্তির, ‘চোট বলুন বা ছুটির কারণে আমরা পুরো দল খেলতে পারিনি। এটা সৌভাগ্য যে এই সিরিজে পুরো দল পাব। অধিনায়ক হিসেবে এর চেয়ে ভালো কিছু হতে পারে না। সবাই ভালো অবস্থায় আছে; মানসিক দিক বা পারফরম্যান্সের দিক থেকে। আমরা সবাই জানি এই সিরিজ আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ।’