ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

১৫৭ রানের বিরাট ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজছবি: এএফপি

ওয়েলিংটনের বৃষ্টিবিঘ্নিত প্রথম সেমিফাইনাল নেমে এসেছিল ৪৫ ওভারে। বৃষ্টিস্নাত পরিবেশের সুবিধা নিতেই ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে আর দেরি করল না, ব্যাটিংয়ে পাঠাল অস্ট্রেলিয়াকে। কিন্তু কিসের কী! অস্ট্রেলিয়া উল্টো গড়ল ৩০৫ রানের পাহাড়। সেটি টপকাতে গিয়ে ৩৭ ওভারে ১৪৮ রানেই শেষ ক্যারিবীয়রা। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের প্রথম সেমিতে ওয়েস্ট ইন্ডিজকে ১৫৭ রানের বিরাট ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠে গেছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার জয়ে সবচেয়ে বড় ভূমিকা অ্যালিসা হিলির। অনবদ্য এক শতরান করেছেন তিনি। ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটেই ২১৬ রান তুলে ফেলে অস্ট্রেলিয়া। ১০৭ বলে ১৭টি বাউন্ডারি আর ১টি ছক্কায় ১২৯ করেন হিলি। অপর উদ্বোধনী ব্যাটার র‍্যাচেল হেইনেস ১০০ বলে ৮৫ করেন ৯ বাউন্ডারিতে। এরপর অধিনায়ক মেগ ল্যানিংয়ের ২৬ বলে ২৬ আর বেথ মুনির ৩১ বলে অপরাজিত ৪৩ রানে অস্ট্রেলিয়া ৪৫ ওভারে স্কোরবোর্ডে তোলে ৩ উইকেটে ৩০৫। এবারের মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে যা তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এই অস্ট্রেলিয়াই লিগ পর্বে ইংল্যান্ডের বিপক্ষে ৩ উইকেটে ৩১০ তুলেছিল। তবে এবার মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ভারতের—৮ উইকেটে ৩১৭, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই।

অনবদ্য শতক অ্যালিসা হিলির
ছবি: এএফপি

৩০৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে একবারও মনে হয়নি ওয়েস্ট ইন্ডিজ কিছু করতে পারে। ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি তারা। অস্ট্রেলীয় বোলারদের সামনে অসহায় ছিলেন ক্যারিবীয়রা। দিয়ান্দ্রা ডটিন, হেলি ম্যাথিয়াস আর অধিনায়ক স্টেফানি টেলর ছাড়া বলার মতো কোনো সংগ্রহ নেই কারও। ডটিন আর ম্যাথিয়াস দুজনই করেছেন ৩৪ রান। টেলর ৪৮। চোট পাওয়ায় চিনেল হেনরি আর আনিসা মোহাম্মদ ব্যাটিংই করতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজ ৩৭ ওভার টিকে থেকে ১৪৮ রানে গুটিয়ে যায় শেষ পর্যন্ত।

উদ্বোধনী জুটিতেই বাজিমাত অস্ট্রেলিয়ার
ছবি: এএফপি

অস্ট্রেলিয়ার বোলিংয়ে একক কেউ বিশেষভাবে উজ্জ্বল নন। শুধু জেস জোনাসনই ২ উইকেট নিয়েছেন। এ ছাড়া মেগান শুট, অ্যানাবেল সাদারল্যান্ড, তাহলিয়া ম্যাকগ্রা, অ্যালানা কিং, আলিশা গার্ডনার—সবাই নিয়েছেন একটি করে উইকেট। তাঁদের মধ্যে মেগান শুট ৪ ওভার বোলিং করে মাত্র ৮ রান দিয়ে নিয়েছেন তাঁর উইকেটটি।