কনওয়ের শতকের পরই টেলরকে ফেরালেন শরীফুল
মেহেদী হাসান মিরাজের করা আগের ওভারের শেষ দুই বলে চেষ্টা করেও রান নিতে পারেননি ডেভন কনওয়ে। থাকতে হয় পরের ওভারের অপেক্ষায়।
তাসকিন আহমেদের করা ৬৬তম ওভারে এক রান নিয়ে কিউই সমর্থকদের অপেক্ষার প্রহর ঘোচান বাঁহাতি এ ব্যাটসম্যান। টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয় শতক তুলে নিলেন কনওয়ে। চোট থেকে ফিরেই নতুন বছরের প্রথম দিনে শতকের দেখা পেলেন তিনি। সেটাও ঘরের মাঠে টেস্টে নিজের প্রথম ইনিংসেই!
তবে শেষ সেশনে বাংলাদেশও উইকেটের দেখা পেয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে আউট হওয়ার হতাশায় ব্যাটের আঘাতে নিজের আঙুল ভেঙে মাঠের বাইরে ছিলেন কনওয়ে। প্রস্তুতি ম্যাচ দিয়ে ফেরেন মাঠে। এরপর আজ মাউন্ট মঙ্গানুই টেস্টের প্রথম দিনেই দেখা পেলেন শতকের। টম লাথাম আউট হওয়ার পর চতুর্থ ওভারে ব্যাটিংয়ে নামেন কনওয়ে।
১৩তম বলে রানের খাতা খুললেও সহজাত ব্যাটিংয়ে জমে যান উইকেটে। দ্বিতীয় উইকেটে উইল ইয়াংয়ের সঙ্গে ১৩৮ এবং তৃতীয় উইকেটে রস টেলরের সঙ্গে অবিচ্ছিন্ন ৫০ রানের জুটিতে নিউজিল্যান্ডকে বড় সংগ্রহের পথে নিয়ে যাচ্ছিলেন কনওয়ে।
পেসার শরীফুল ইসলাম এসে ভেঙেছেন তাঁদের জুটি। তাঁর বলে কাভারে সাদমান ইসলামকে ক্যাচ দেন টেলর (৩১)। এর আগে লাথামকেও তুলে নেন শরীফুল।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে ৩ উইকেটে ১৯৬ রান তুলেছে নিউজিল্যান্ড। ১০৫ রানে অপরাজিত কনওয়ের সঙ্গে ব্যাট করছেন হেনরি নিকোলস (৫*)।
লর্ডসে অভিষেক টেস্টে দ্বিশতকের পর ঘরের মাঠে এটাই প্রথম শতক কনওয়ের। ক্যারিয়ারের চতুর্থ টেস্ট খেলতে নামা কনওয়ে সাত ইনিংসে এ পর্যন্ত একটি দ্বিশতক, দুটি অর্ধশতক ও একটি শতক তুলে নিয়েছেন।
ইংল্যান্ড ও ভারতের বিপক্ষে এর আগে লর্ডস, বার্মিংহাম ও সাউদাম্পটনে এর আগে তিনটি টেস্ট খেলেছেন কনওয়ে। ঘরের মাঠে এটাই তাঁর প্রথম টেস্ট ইনিংস। সে হিসেবে টেস্ট ক্যারিয়ারে নিজের অভিষেক ইনিংসের পাশাপাশি ঘরের মাঠেও নিজের প্রথম ইনিংসেই তিন অঙ্কের দেখা পেলেন কনওয়ে।