default-image

মাঝে দলের লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবাল একবার জানালেন ১২টার পরিবর্তে সাড়ে ১২টায় অনুশীলন শুরু হবে। একটু আগে আবার জানালেন, তাদের হোটেল ছাড়তে দেরি হতে পারে আরো।

নাফিস দেরির কারণটাও ব্যাখ্যা করে বলেছেন, অ্যান্টিগা থেকে দলের লাগেজ-পত্র এবং অনুশীলনের কিট ব্যাগ সময় মতো আসেনি বলেই এই পরিস্থিতিতে পড়তে হয়েছে। ‘কার্গোতে করে আমাদের কিট ব্যাগগুলো এতক্ষণে এখানে পৌঁছে যাওয়ার কথা। সেগুলো এখনো আসেনি বলেই বারবার অনুশীলনের সময় পেছাতে হচ্ছে’—নাফিসের ব্যাখ্যা।

শেষ পর্যন্ত কিট ব্যাগ এসেছে। এই প্রতিবেদন লেখার মধ্যেই বাংলাদেশ দলও মাঠে এসে পৌঁছেছে। একটু পরই শুরু হবে অনুশীলন। তবু তো সেটা হচ্ছে!

ক্রিকেট থেকে আরও পড়ুন
মন্তব্য করুন