কিপটেমিতে ম্যাচসেরা কুমারা
সুপার টুয়েলভে ওঠা শ্রীলঙ্কার সামনে এখন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের মতো প্রতিপক্ষ। কুমারাকে তাই সুপার টুয়েলভে নিজেকে আরও নিংড়ে দিতে হবে। তাতে শ্রীলঙ্কারই লাভ।
আয়ারল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচেও উজ্জ্বল ছিলেন লাহিরু কুমারা। ২২ রানে ২ উইকেট নিয়েছিলেন এ পেসার।
আজ নেদারল্যান্ডসের বিপক্ষে আরও ভালো বল করে ম্যাচসেরার পুরস্কার তুলে নেন শ্রীলঙ্কার এ ক্রিকেটার। ৪৪ রানে অলআউট হওয়া ডাচদের বিপক্ষে মাত্র ৩ ওভারের পারফরম্যান্সেই কুমারা ম্যাচসেরা।
এই ৩ ওভারের মধ্যে ১ ওভার মেডেন নিয়েছেন কুমারা। ৭ রানে উইকেট নিয়েছেন ৩টি। ডাচদের ব্যাটসম্যান স্কট এডয়ার্ডস এবং শেষ দিকে ব্রান্ডন গ্লোভার ও পল ফন মেকেরেনকে তুলে নেন কুমারা। সব মিলিয়ে কুমারার বল আজ খেলতেই পারেনি নেদারল্যান্ডস।
শ্রীলঙ্কার স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গাও কুমারার মতো ৩ উইকেট নিয়েছেন, বোলিংও করেছেন ৩ ওভার। কিন্তু কোনো মেডেন পাননি।
কুমারা একটি মেডেন নিয়ে তাঁর চেয়ে শ্রেয়তর পারফরম্যান্স করায় ম্যাচসেরা হয়েছেন।
সুপার টুয়েলভে ওঠা শ্রীলঙ্কার সামনে এখন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের মতো প্রতিপক্ষ। কুমারাকে তাই সুপার টুয়েলভে নিজেকে আরও নিংড়ে দিতে হবে। তাতে শ্রীলঙ্কারই লাভ।