ঘরের মাঠ বলেই ডমিঙ্গোর ফেবারিট বাংলাদেশ
টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি মিলিয়ে বাংলাদেশ গত দশ ম্যাচে হেরেছে নয়টি, ড্র করেছে একটি। জয়ের ধারায় ফিরতে অবশ্য সবচেয়ে ভালো সুযোগটাই পাচ্ছে বাংলাদেশ দল।
ঘরের মাঠে নিজেদের প্রিয় সংস্করণ ওয়ানডেতে শ্রীলঙ্কাকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে তামিম ইকবালের দল। ওয়ানডেতে ২০১৫ বিশ্বকাপের পর ঘরের মাঠে মাত্র একটি সিরিজ হেরেছে বাংলাদেশ। সেটাও ২০১৬ সালে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে।
অতীত রেকর্ডই হয়তো বাংলাদেশ দলকে টানা হার থেকে বেরিয়ে আসার আত্মবিশ্বাস দিচ্ছে। আজ অনলাইন সংবাদ সম্মেলনে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর কথায় শোনা গেল সেই সুর, ‘আমরা একটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম। আমাদের গত দুই মাসের ভুল থেকে শিখতে হবে। শুধু অতীতে চেয়ে থাকতে চাই না। সেখান থেকে শিখে তাকাতে চাই সামনে। যদি কাল নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি, তাহলে জয়ের সুযোগ সৃষ্টি হবে। ফল তো সব সময় নিয়ন্ত্রণ করা যায় না। কিন্তু আমরা নিজেদের প্রস্তুতি, ভাবনা ও মানসিকতা নিয়ন্ত্রণ করতে পারি।’
অনেকটা তরুণ দল নিয়ে এলেও শ্রীলঙ্কাকে বাংলাদেশের সমান সামর্থ্যের দলই মনে করেন ডমিঙ্গো। তবু ঘরের মাঠের সুবিধাটা বাংলাদেশকে এগিয়ে রাখবে।
‘আমি মনে করি দুই দলই সমান সামর্থ্যের দল। আন্তর্জাতিক ক্রিকেটে কিন্তু ঘরের মাঠের সুবিধা অনেক বড় বিষয়। সেদিক থেকে আমরা সিরিজটি ফেবারিট হিসেবেই শুরু করব। আমরা শ্রীলঙ্কাকে ছোট করে দেখতে পারব না। ওদের বেশ কয়েকজন খুবই ভালো ক্রিকেটার আছে। নিশ্চয়ই ওরা নিজেদের সামর্থ্য দেখাতে চাইবে’—বলেছেন ডমিঙ্গো।
নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের সর্বশেষ ওয়ানডে সিরিজে ছুটিতে থাকায় দলে ছিলেন না সাকিব আল হাসান। এই সিরিজে সাকিব ফেরায় দলের ভারসাম্যও ভালো হবে আশা প্রধান কোচের।
চোটের কারণে মাহমুদউল্লাহর কাছ থেকে নিয়মিত বোলিং পাচ্ছিল না বাংলাদেশ। এখন আবার অনুশীলনে বোলিং করছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। সাকিবের সঙ্গে মাহমুদউল্লাহর বোলিংয়ে ফেরায় বাংলাদেশ দলের ভারসাম্য গড়তে সুবিধা হবে।
সে ক্ষেত্রে তিন পেসারে দল সাজাতে পারবে বাংলাদেশ। এ ব্যাপারে আজ ডমিঙ্গো বলেছেন, ‘তিন পেসার আমাদের জন্য অবশ্যই একটি উপায় হতে পারে। কাল হয়তো তিন পেসার নিয়েই নামব। সাকিবের ফেরায় ও রিয়াদ বোলিং শুরু করায় স্পিন নিয়ে খুব একটা ভাবতে হচ্ছে না।’
তিন ম্যাচ ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচের উইকেটও ভালো প্রত্যাশা করছেন ডমিঙ্গো। তবে গত কয়েক দিনের প্রচণ্ড গরমে উইকেটের আচরণ না বদলানোর সম্ভাবনাও আছে, ‘আমার মনে হয় ওয়ানডে ক্রিকেটের উইকেট ব্যাটসম্যানদের সাহায্য করা উচিত। আমি ভালো উইকেটই প্রত্যাশা করছি। গত কয়েক দিন অনেক গরম পড়ছে। এটা অবশ্য উইকেটের চরিত্রে প্রভাব ফেলবে।’