চাপে পড়া ইংল্যান্ডের ভরসা রুট
প্রথম দিন অনেকটাই নির্বিষ বোলিং করা ইংলিশ বোলাররা আজ দিনের শুরু থেকেই ছিলেন ছন্দে। দিনের দ্বিতীয় বলেই সেঞ্চুরিয়ান লোকেশ রাহুলকে ফেরান ওলি রবিনসন। পরের ওভারের প্রথম বলে জেমস অ্যান্ডারসন তুলে নেন অজিঙ্কা রাহানেকে। আগের দিন দুই উইকেট নেওয়া অ্যান্ডারসন পরে আরও দুটি উইকেট পান। সব মিলিয়ে পাঁচ উইকেট নেন ইংলিশ ফাস্ট বোলার। ভারতও ৮৮ রানে হারিয়েছে শেষ ৭ উইকেট। অলআউট হয়েছে তারা ৩৬৪ রানে।
বোলাররা ইংল্যান্ডকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াতে সাহায্য করলেও ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে কাল নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ সিরাজের পরপর দুই বলে ডম সিবলি ও পাঁচ বছর পর টেস্ট খেলতে নামা হাসিব হামিদকে হারিয়ে আবার চাপে পড়ে যায় ইংল্যান্ড। ররি বার্নসকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন অধিনায়ক জো রুট। কিন্তু তৃতীয় উইকেটে ৮৪ রানের জুটি গড়ে আউট হয়ে ফেরেন বার্নসও (১৩৬ বলে ৪৯)।
তবে এখনো ইংল্যান্ডের ভরসা হয়ে উইকেটে আছেন রুট। জনি বেয়ারস্টোকে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে ১১ রানের জুটি গড়ে দিনের খেলা শেষ করেছেন তিনি। দিনের খেলা শেষের আগে ৩ উইকেটে ইংল্যান্ডের রান ১১৮। রুট উইকেটে আছেন ৭৫ বলে ৪৮ রান করে। বেয়ারস্টোর রান ১৭ বলে ৬। ভারতের প্রথম ইনিংসের চেয়ে এখনো ২৪৬ রান পিছিয়ে ইংল্যান্ড।
২০০৩ সালে এই লর্ডসেই অভিষেক অ্যান্ডারসনের। সেই অভিষেক টেস্টেই ৫ উইকেট নিয়েছিলেন ইংল্যান্ডের ফাস্ট বোলার। এরপর ১৮ বছর পেরিয়ে গেছে, তবে অ্যান্ডারসনের থামার কোনো সম্ভাবনা নেই। ৩৯ বছর বয়স পেরিয়ে সেই লর্ডসেই আরেকবার ৫ উইকেট নিলেন ইংল্যান্ড পেসার! অ্যান্ডারসনদের তোপে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ভারত গুটিয়ে গেছে ৩৬৪ রানে। ২৭৬ রানে ৩ উইকেট নিয়ে প্রথম দিন শেষ করা ভারত ৮৮ রান যোগ করতেই ৭ উইকেট হারিয়েছে।
দিনের দ্বিতীয় বলেই ওলি রবিনসনের শিকার সেঞ্চুরিয়ান লোকেশ রাহুল। আগের দিন ১২৭ রানে অপরাজিত রাহুল ফিরেছেন আর ২ রান করেই, ফুল লেংথের বলে ড্রাইভ করে কাভারে ক্যাচ দিয়ে। পরের ওভারে সফল অ্যান্ডারসনও। অফ স্টাম্পের বাইরে সুইং করে বেরিয়ে যাওয়া বলে খোঁচা দেওয়া থেকে নিজেকে আটকে রাখতে পারেননি অজিঙ্কা রাহানে।
দিনের শুরুতেই দ্রুত ২ উইকেট হারানোর চাপ ভারত একটু সামলে নিয়েছিল ঋষভ পন্ত ও রবীন্দ্র জাদেজার প্রতি–আক্রমণে। দুজনের ৪৯ রানের জুটি ভেঙেছেন মার্ক উড। তাঁর ঘণ্টায় ৮৯ মাইল গতির বলে কাট করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন পন্ত। উইকেটকিপার-ব্যাটসম্যান ৩৭ রান তুলেছেন ৫৮ বলে, ইনিংসে তাঁর ৫টি চার।
মোহাম্মদ শামি বেশিক্ষণ টেকেননি এরপর। মইন আলীর ফুল লেংথের বলে ঘুরিয়ে খেলতে গিয়ে মিড উইকেটে ধরা পড়েছেন। ইশান্ত শর্মাকে নিয়ে এরপর কিছুক্ষণ ইংল্যান্ডকে হতাশা উপহার দিয়েছেন জাদেজা। বেশ কয়েকবার রানআউটের হাত থেকে বেঁচেছেন। ৭ উইকেটে ৩৪৬ রান নিয়ে মধ্যাহ্নবিরতিতে গিয়েছিল ভারত।
ইশান্তকে এলবিডব্লু করে সে জুটি ভেঙেছেন অ্যান্ডারসন। নিজের পরের ওভারেই পঞ্চম উইকেটটিও পেয়ে যেতে পারতেন, তবে গালিতে জাদেজার ক্যাচ ফেলেছেন ররি বার্নস। অ্যান্ডারসন অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করেননি। সে ওভারেই শেষ বলে যশপ্রীত বুমরা হয়েছেন কট বিহাইন্ড। অ্যান্ডারসন পেয়েছেন ক্যারিয়ারের ৩১তম ‘পাঁচ’।
পেসার হিসেবে ৫ উইকেট নেওয়ার তালিকায় গ্লেন ম্যাকগ্রাকে (২৯) আগেই ছাড়িয়ে গেছেন অ্যান্ডারসন। সবার ওপরে থাকা রিচার্ড হ্যাডলির (৩৬) সঙ্গে দূরত্বটা আরেকটু কমিয়ে আনলেন জিমি। লর্ডসে এ নিয়ে সপ্তমবার ইনিংসে ৫ উইকেট পেলেন অ্যান্ডারসন, এ ভেন্যুতে ইনিংসে পাঁচ উইকেট প্রাপ্তিতে তাঁর ওপরে আছেন শুধু ইয়ান বোথাম (৮)।
অ্যান্ডারসন ৫ উইকেট নেওয়ার পর ভারতও গুটিয়ে গেছে দ্রুতই। এতক্ষণ ধৈর্য ধরে থাকা জাদেজা মার্ক উডকে তুলে মারতে গিয়ে ধরা পড়েছেন ১২০ বলে ৪০ রান করে।