ছবিতে দেখুন আফিফ–নুরুলদের জয়ের কয়েকটি মুহূর্ত

টানা দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি যেন প্রথম ম্যাচের পুনরাবৃত্তিই। কাল অস্ট্রেলিয়া রান তাড়া করে পারেনি, আজ আগে ব্যাটিং করে বড় স্কোর দাঁড় করাতে পারেনি। দুই ম্যাচেই বাংলাদেশের বোলারদের দাপট। তবে পার্থক্য হচ্ছে আজ অস্ট্রেলীয়দের ওপর রাজত্ব করেছেন মোস্তাফিজুর রহমান। তবে দিনের শেষে বাংলাদেশের নায়ক দুইজন—আফিফ হোসেন আর নুরুল হাসান। ১২১ রান তাড়া করতে নেমে একপর্যায়ে পথটাকে বড় কঠিন মনে হচ্ছিল বাংলাদেশের। এ দুই তরুণ ব্যাটসম্যান সেটিকেই সহজ করেছেন। বাংলাদেশ জিতেছে ৫ উইকেটে, ৮ বল হাতে রেখেই। প্রিয় পাঠক, ছবিতে দেখে নিন অস্ট্রেলিয়াকে টানা দ্বিতীয় ম্যাচে হারানোর কয়েকটি মুহূর্ত...

জয় নিয়েই ফিরলেন আফিফ-নুরুল—প্রথমেই অভিনন্দন জানালেন অধিনায়ক মাহমুদউল্লাহ। ছবি: শামসুল হক

১ / ১৩

নির্ভার দুই তরুণ তারকা— অথচ, ধ্বংসস্তূপের মধ্য দাঁড়িয়েই লড়েছেন তাঁরা দুজন। ছবি: শামসুল হক

২ / ১৩

ষষ্ঠ উইকেটে ৪৪ বলে ৫৬ রানের জুটি গড়ে দেশকে জিতিয়েছেন আফিফ-নুরুল। ছবি: শামসুল হক

৩ / ১৩

ধীরস্থির, দায়িত্বশীল ব্যাটিং করেই দেশকে জিতিয়েছেন আফিফ-নুরুল। ছবি: শামসুল হক

৪ / ১৩

নুরুলের ব্যাটে ছিল আত্মবিশ্বাসের ছোঁয়া, উইকেটের চারদিকেই শট খেলেছেন অবলীলায়। ছবি: শামসুল হক

৫ / ১৩

আফিফ খেলেছেন মাথা ঠান্ডা করে। ৩৭ রানে অপরাজিত ছিলেন তিনি। ছবি: শামসুল হক

৬ / ১৩

মিচেল স্টার্ককেও অসহায় মনে হচ্ছিল আফিফ আর নুরুলের সামনে। ছবি: শামসুল হক

৭ / ১৩

সাকিব আল হাসান বেশিক্ষণ টিকতে পারেননি। তাঁর ফেরার সময় কাজটা কঠিনই মনে হচ্ছিল বাংলাদেশের জন্য। ছবি: শামসুল হক

৮ / ১৩

সৌম্য সরকার আজও ব্যর্থ হয়েছেন। মিচেল স্টার্কের বলে তাঁর বোল্ড হয়ে ফেরাটা বড় ধাক্কা দিয়েছিল বাংলাদেশকে। ছবি: শামসুল হক

৯ / ১৩

অস্ট্রেলীয় ব্যাটিংয়ের বড় সর্বনাশটা আজ করেছেন মোস্তাফিজুর রহমানই। নিয়েছেন ৩ উইকেট। ছবি: শামসুল হক

১০ / ১৩

আজও অস্ট্রেলিয়াকে শুরুর ধাক্কাটা দিয়েছিলেন অফ স্পিনার শেখ মেহেদী। ছবি: শামসুল হক

১১ / ১৩

বোলিংয়ে-ফিল্ডিংয়ে আজও বাংলাদেশ ছিল দুর্দান্ত। ছবি: শামসুল হক

১২ / ১৩

অস্ট্রেলিয়াকে এমন অসহায় শেষ কবে দেখেছে বাংলাদেশ? ছবি: শামসুল হক

১৩ / ১৩