ছবিতে সাকিবদের অ্যান্টিগা টেস্টের প্রস্তুতি
>একটা স্বপ্ন নিয়ে ওয়েস্ট ইন্ডিজ উড়ে গেছে বাংলাদেশ। ২০০৯ সালের সেই সফরটা বাদ দিলে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে খুব একটা সুখস্মৃতি নেই বাংলাদেশ দলের। ২০১৪ সালের সেই সিরিজটা তো ছিল সমস্যায় পরিপূর্ণ। এবারের সফর থেকে সুখস্মৃতি নিয়েই ফেরার স্বপ্ন সাকিবদের
বিশ্বকাপের ডামাডোলে ক্রিকেট এখন প্রায়-বিস্মৃত। শেষ আটের লড়াই শুরুর আগে আজ ও আগামীকাল বিশ্বকাপে বিরতি। এর মধ্যেই আজ রাত আটটায় (বাংলাদেশ সময়) শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। সপ্তাহখানেক আগেই ওয়েস্ট ইন্ডিজ উড়ে গেছেন সাকিব-মুশফিকরা। একটি প্রস্তুতি ম্যাচও খেলা হয়েছে। অ্যান্টিগা টেস্টের প্রস্তুতিটা নেহাত-ই মন্দ নয়। গতকাল এএফপির আলোকচিত্রীর ক্যামেরায় ধরা পড়ল তাঁদের শেষ মুহূর্তের প্রস্তুতিটা
১ / ৭
২ / ৭
৩ / ৭
৪ / ৭
৫ / ৭
৬ / ৭
৭ / ৭