জাম্পায় আটকে গিয়েছিল শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার ৬ উইকেটে ১৫৪ রান তাড়া করতে নেমে ১৮ বল হাতে রেখে জিতেছে অস্ট্রেলিয়া। ৪২ বলে ৬৫ রান করে ফর্মে ফিরেছেন ডেভিড ওয়ার্নার। তাঁর হাতে ম্যাচসেরার পুরস্কার ওঠার সম্ভাবনা দেখেন অনেকেই।

শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ বল করেন অ্যাডাম জাম্পাছবি: এএফপি

শ্রীলঙ্কার ইনিংসে তখন ৭ ওভার শেষ। রান উঠেছে ১ উইকেটে ৬০। বড় সংগ্রহের ভিত পেয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। এরপরই লেগ স্পিনার অ্যাডাম জাম্পাকে বোলিংয়ে নিয়ে আসেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

সেই ওভারে ৪ রান দিয়ে জাম্পা নিজের কাজটা করা শুরু করেন। কে জানত, অস্ট্রেলিয়ার ৭ উইকেটের জয়ে শেষ পর্যন্ত জাম্পাই হবেন ম্যাচসেরা!

শ্রীলঙ্কার ৬ উইকেটে ১৫৪ রান তাড়া করতে নেমে ১৮ বল হাতে রেখে জিতেছে অস্ট্রেলিয়া। ৪২ বলে ৬৫ রান করে ফর্মে ফিরেছেন ডেভিড ওয়ার্নার। তাঁর হাতে ম্যাচসেরার পুরস্কার ওঠার সম্ভাবনা দেখেন অনেকেই। কিন্তু নির্বাচকেরা বেছে নেন ৪ ওভারে ১২ রানে ২ উইকেট নেওয়া জাম্পাকে।

জাম্পাকে এক প্রান্ত থেকে টানা চার ওভার বল করান ফিঞ্চ। শ্রীলঙ্কার ইনিংসের মাঝপথে। তখন রান তোলার চেষ্টা করছিলেন ব্যাটসম্যানরা। জাম্পা আটকে রাখায় শেষ পর্যন্ত নাগালের মধ্যে শ্রীলঙ্কাকে আটকে রাখতে পেরেছে অস্ট্রেলিয়া। ইনিংসের ১০তম ওভারে ৪ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট, ১২তম ওভারে আরও ভালো—২ রানে ১ উইকেট! এরপর ১৪তম ওভারে দিয়েছেন মাত্র ২ রান।

টি–টোয়েন্টি খুনে মেজাজে ব্যাটিংয়ের খেলা। সেখানে লেগ স্পিনার বোলিংয়ে এলে অনেকেই রানের গন্ধ পান। কিন্তু জাম্পা বুঝিয়ে দিলেন, লেগ স্পিনার ভালো জায়গায় বুদ্ধি খাটিয়ে বল করলে তাদের চেয়ে বিপজ্জনক আর কেউ হতে পারে না!