টেস্ট শুরু হবে রাত ১০টায়?

বাংলাদেশ–পাকিস্তান প্রথম টেস্টের প্রথম দিনের খেলার টিকিটছবি: সংগৃহীত

কাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট শুরু হবে রাত ১০টায়! অবিশ্বাস্য হলেও টেস্টের টিকিটের গায়ে লেখা এটাই। বিসিবি অবশ্য জানিয়েছে, এটা মুদ্রণ প্রমাদ। খেলা শুরু হবে সকাল ১০টার সময়ই।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গ্যালারির অবস্থা করুণ। ভেঙে গেছে অনেক চেয়ারই
ছবি: প্রথম আলো

এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, ‘এটা মুদ্রণের ভুল। এ ব্যাপারে এর মধ্যেই ব্যবস্থা নিয়েছি। টেস্ট ম্যাচ সকাল ১০টায়ই শুরু হবে, এটাই স্বাভাবিক। এই টেস্ট তো দিবারাত্রির টেস্ট না।’

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ২২ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামে প্রতিদিন ৫ হাজার দর্শক মাঠে বসে খেলা দেখতে পারবেন। করোনার কারণে নিয়ম অনুযায়ী স্টেডিয়ামের ধারণক্ষমতার ৫০ ভাগ দর্শকের মাঠে বসে খেলা দেখতে পারার কথা। কিন্তু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গ্যালারির অনেক চেয়ার ভেঙে যাওয়ায় মাত্র ৫ হাজার দর্শকই মাঠে বসে খেলা দেখতে পারবেন।