ডমিঙ্গোর ‘বিকল্প’ দেখছেন না বিসিবি সভাপতি

বিসিবি সভাপতি নাজমুল হাসান আজ কোচের ভবিষ্যত নিয়ে কথা বলেছেন।ফাইল ছবি: প্রথম আলো

আগামী আগস্টে বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে বিসিবির দুই বছরের চুক্তি শেষ হতে যাচ্ছে। তবে আজ বিসিবি প্রধান নাজমুল হাসান দক্ষিণ আফ্রিকান এই কোচের সঙ্গে চুক্তি নবায়নের ইঙ্গিত দিয়েছেন। অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোচের পদে পরিবর্তনের সম্ভাবনা দেখছেন না বোর্ড প্রধান নিজেই।

আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের নাজমুল হাসান বলেছেন, ‘কোচের চুক্তি যদি নবায়ন না করি, তাহলে তো হাতে একটা বিকল্প থাকতে হবে। এই করোনাকালে এবং বিশ্বকাপের আগে এমন কোনো কিছু আমাদের মাথায় নেই।’

বাংলাদেশ ক্রিকেট দলের কোচ রাসেল ডমিঙ্গো।
ছবি: প্রথম আলো

প্রধান কোচ ডমিঙ্গো দায়িত্ব নেওয়ার পর থেকেই দলের সঙ্গে ক্রিকেট বোর্ডের সমন্বয়হীনতার একটা অভিযোগ ছিল। সে জন্য বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফর থেকে দলের সঙ্গে বোর্ডের একজন পরিচালক টিম লিডার হিসেবে থাকছেন।

নিউজিল্যান্ড সফরে ছিলেন মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস। শ্রীলঙ্কায় দুটি টেস্টের সফরে ও চলমান ওয়ানডে সিরিজে দায়িত্বে আছেন খালেদ মাহমুদ। নাজমুল হোসেন এর সুফলও নাকি দেখতে পাচ্ছেন, ‘এখন আমরা আবার সম্পৃক্ত হতে শুরু করেছি। আমরা জানার চেষ্টা করছি, দলের মধ্যে কী হচ্ছে, কেন হচ্ছে।’

আজ প্রথম ওয়ানডের আগে শ্রীলঙ্কা দলের বোলিং কোচ চামিন্ডা ভাস এবং দুই পেসার ইসুরু ইদানা ও শিরান ফার্নান্ডোর করোনা পজিটিভ হওয়ার খবরে সিরিজ অনিশ্চিত হয়ে পড়ারও শঙ্কা ছিল। তবে পরে ভাস ও উদানা গতকাল দেওয়া নমুনায় নেগেটিভ হয়েছেন। ফার্নান্ডোর করোনা পরীক্ষার ফল পজিটিভ আসায় তিনি আছেন আইসোলেশনে। বিসিবি সভাপতি জানিয়েছেন, সিরিজের পরের দুই ম্যাচ নিয়ে কোনো শঙ্কা নেই।

বিসিবি সভাপতি নাজমুল হাসান।
ফাইল ছবি: প্রথম আলো

শ্রীলঙ্কা দলের ম্যানেজার মানুজা কারিয়াপ্পেরুমাও বিকেলে এক বিবৃতিতে বলেছেন, ‘দুই বোর্ডের মধ্যে চমৎকার সম্পর্ক বিদ্যমান। যদি সমস্যা হয়েও থাকে, আমরা এর সমাধান করতে পারব। দুজন ক্রিকেটার এবং একজন সাপোর্ট স্টাফের ফল পজিটিভ এসেছিল। তবে দ্বিতীয় দফা পরীক্ষার পর দুজনকে নেগেটিভ ঘোষণা করা হয়েছে। এ রকম হয়েই থাকে। ফলস পজিটিভ বলে একটা ব্যাপার আছে। আমার মনে হয় এ ক্ষেত্রেও তা–ই হয়েছে।’

বিসিবির জৈব সুরক্ষাবলয় নিয়েও কোনো প্রশ্ন নেই তাঁর, ‘আমাদের যে সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে, সেটি অনেক। নতুন স্বাভাবিক সময়ে বিসিবি সব রকম চেষ্টাই করে যাচ্ছে আমাদের সেরা সুযোগ-সুবিধা দিতে।’