ডেল স্টেইনের মনে হয়েছে মাহমুদউল্লাহরা খেলতে চাননি
টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাভাষ্য দিচ্ছেন ডেল স্টেইন। সব কটি দলের পারফরম্যান্স দেখছেন কাছ থেকে। এর মধ্যে ডেল স্টেইনকে সবচেয়ে হতাশ করেছে বাংলাদেশের পারফরম্যান্স। টুইটারে ভক্তদের সঙ্গে আলাপচারিতায় এমন কথাই বলেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই ফাস্ট বোলার।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে পাঁচ ম্যাচ খেলে একটিও জয়ও পায়নি বাংলাদেশ। দুই ম্যাচে মাহমুদউল্লাহরা অলআউট হয়েছে ১০০ রানের কমে। প্রথম রাউন্ডে হেরেছে স্কটল্যান্ডের কাছেও।
সব মিলিয়ে এই টি-টোয়েন্টি বিশ্বকাপটা দুঃস্বপ্নের মতোই কেটেছে বাংলাদেশ দলের। খেলোয়াড়দের শরীরী ভাষায় লড়াইয়ের ছিটেফোঁটাও ছিল না। একসময় ২২ গজে গতির ঝড় তোলা ডেল স্টেইন বাংলাদেশের এমন পারফরম্যান্স দেখে হতাশ।
আজ নিজের টুইটার অ্যাকাউন্টে প্রায় ছয় ঘণ্টা আগে একটি টুইট করেন ডেল স্টেইন, ‘কেউ কোনো প্রশ্ন করতে চান। হাতে সময় আছে। চলুন শুরু করা যাক।’
এই পোস্টের পর ভক্তরা আর দেরি করেননি। প্রশ্নের ঢল নামে ডেল স্টেইনের পোস্টে। এর মধ্যে ভারতের এক ক্রিকেটপ্রেমী ডেল স্টেইনের কাছে জানতে চান, এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে কোন দল এবং খেলোয়াড়দের পারফরম্যান্স সবচেয়ে বেশি হতাশ করেছে আপনাকে?
নিজের প্রজন্মের অন্যতম সেরা এ পেসার মন্তব্যের ঘরে জবাব দেন, ‘বাংলাদেশ। মাঠে যেমন পারফরম্যান্স করেছে, ওরা এর চেয়ে ভালো দল। ম্যানেজমেন্টের দোষ নেই, খেলোয়াড়দের জবাবদিহির আওতায় আনা প্রয়োজন। হয় আপনি খেলতে চাইবেন কিংবা চাইবেন না, ওদের দেখে মনে হয়নি খেলতে চেয়েছে।’
৯৩ টেস্টে ২২.৯৫ গড়ে ৪৩৯ উইকেট নেওয়া ডেল স্টেইনকে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও প্রশ্ন করা হয়। পাকিস্তানের ফ্রিল্যান্স সংবাদকর্মী ইয়াসিফ প্রশ্ন করেন, এবার ফাইনালে উঠবে কোন দুটি দল? ডেল স্টেইনের জবাব, ‘নিউজিল্যান্ড ও পাকিস্তান...কিন্তু ঠিক নিশ্চিত নই। হা হা।’
গত আগস্টে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেওয়া ৩৮ বছর বয়সী সাবেক এ পেসারের কাছে একজন জানতে চান, বোলার হিসেবে এ প্রজন্মের কোন ব্যাটসম্যান আপনার সমস্যা হয়ে দাঁড়াত বলে মনে করেন? এককথায় জবাব দেন ডেল স্টেইন, ‘কে এল।’ অর্থাৎ ভারতের ওপেনার লোকেশ রাহুল।
এই টি-টোয়েন্টি বিশ্বকাপে টুর্নামেন্ট-সেরা খেলোয়াড় হিসেবে বাবর আজমকেও বেছে নেন ডেল স্টেইন। প্রশ্ন ছিল, এখন পর্যন্ত কে টুর্নামেন্ট-সেরা এবং বাকি ম্যাচগুলো শেষে কে সেরা হতে পারেন?
‘বাবর’ লিখে জবাব দেন ডেল স্টেইন।