বড় একটা জুটির স্বপ্ন নিয়েই চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিলেন সাকিব আল হাসান আর লিটন দাস। কিন্তু মাত্র ৬ রান যোগ করেই ফিরে গেছেন লিটন দাস। জোমেল ওয়ারিক্যানের অফ স্টাম্পের ওপর করা একটি বল ব্যাক ফুটে গিয়ে কাট করতে গিয়ে বোল্ড হয়েছেন তিনি। তাঁর সংগ্রহ ছিল ৩৮ রান।
এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২৬৬। সাকিব অপরাজিত আছেন ৫০ রানে। নিষেধাজ্ঞা কাটিয়ে টেস্টে ফেরাটা সাকিব উদ্যাপন করলেন ফিফটি দিয়েই। এখন তিনিই হয়ে আছেন বড় ভরসা। লিটনের বিদায়ের পর উইকেটে এসেছেন মেহেদী হাসান মিরাজ।
চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার বাঁ হাতি স্পিনার ওয়ারিক্যানই। এখনো পর্যন্ত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেটে তিনিই কাঁপিয়েছেন বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে। তাঁর দখলে আছে ৪ উইকেট। মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাদমান ইসলামের পর আজ সকালে নিলেন লিটনের উইকেট।
টেস্টের প্রথম দিন ৯০ ওভার ব্যাটিং করে ৫ উইকেটে ২৪২ রান তোলে বাংলাদেশ। সাদমানের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৫৯ রান। সাকিব আর লিটন অপরাজিত থেকে শেষ করেছিলেন প্রথম দিনের খেলা।