দেখে নিন বাংলাদেশ–শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের সূচি

বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ খেলবে শ্রীলঙ্কা দল।ছবি: এএফপি

শ্রীলঙ্কা থেকে দুই ম্যাচ টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে হেরে এসেছে বাংলাদেশ দল। এবার ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের চ্যালেঞ্জ নিতে হবে বাংলাদেশ দলকে।

সিরিজটি ওয়ানডে সুপার লিগের অংশ। আগেই নির্ধারিত এই সিরিজের সময়-সূচি আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। ১৬ মে বাংলাদেশের উদ্দেশে দেশ ছাড়বে শ্রীলঙ্কা দল। ওয়ানডে সিরিজ শেষে ২৯ মে বাংলাদেশ ছাড়বে তারা।

এর আগে ২২ মে প্রথম ওয়ানডের সম্ভাব্য দিন-তারিখ হিসেবে ধরা হয়েছিল। আজ আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি অনুযায়ী প্রথম ওয়ানডে হবে একদিন পর, ২৩ মে।

মাঝে একদিন বিরতির পর মাঠে গড়াবে দ্বিতীয় ওয়ানডে (২৫ মে)। তৃতীয় ও শেষ ওয়ানডে ২৮ মে। তিনটি ম্যাচই দিবা-রাত্রির ও ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ওয়ানডে সিরিজের আগে ২১ মে সাভারে বিকেএসপিতে নিজেদের মধ্যে একদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা দল। শ্রীলঙ্কায় প্রথম টেস্টে ড্র করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে হেরেছে ২০৯ রানে।

শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ খেলে বাংলাদেশে ফিরেছেন মুমিনুল–তাসকিনরা।
ছবি: প্রথম আলো

বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের সূচি:

তারিখ ম্যাচ ভেন্যু সময়
২১ মে ওয়ানডে প্রস্তুতি ম্যাচ বিকেএসপি সকাল ৯টা
২৩ মে প্রথম ওয়ানডে শেরেবাংলা স্টেডিয়াম দিবারাত্রি
২৫ মে দ্বিতীয় ওয়ানডে শেরেবাংলা স্টেডিয়াম দিবারাত্রি
২৮ মে তৃতীয় ওয়ানডে শেরেবাংলা স্টেডিয়াম দিবারাত্রি