মাউন্ট মঙ্গানুই টেস্টে বাংলাদেশ দারুণ অবস্থানে আছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান শিরোপাধারী স্বাগতিক নিউজিল্যান্ড ৫ উইকেট হারিয়ে মাত্র ১৭ রানে এগিয়ে আছে। উইকেটে স্বীকৃত ব্যাটসম্যান হিসেবে শুধু রস টেলর আছেন। তাঁকে দেখে মনে হয়নি খুব একটা স্বস্তি নিয়ে ব্যাট করছেন। তাঁর সঙ্গী রাচিন রবীন্দ্র। এই জুটি ভাঙলেই নিউজিল্যান্ডের লেজের ব্যাটসম্যানরা নামবেন উইকেটে।
নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে সব সংস্করণ মিলে ৩২ ম্যাচ খেলে সব কটিই হেরেছে বাংলাদেশ। ৩৩তম ম্যাচে এসে জয়ের সবচেয়ে কাছাকাছি বাংলাদেশ দল। ঘরের মাঠেও কখনো টেস্টে নিউজিল্যান্ডকে হারাতে পারেননি মুশফিকেরা। আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম জয়ের আশা নিয়ে নামবে বাংলাদেশ।
পাঠক, আপনার কী ধারণা—কাল কি বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারাতে পারবে?