পাওয়ারপ্লেতে সবচেয়ে মন্থর বাংলাদেশ দল

পাওয়ার প্লেতে দ্রুত রান তুলতে পারেননি তামিমেরা।ছবি: প্রথম আলো

২০১৯ বিশ্বকাপের পর খুব বেশি ওয়ানডে খেলেনি বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেটি বিশ্বকাপের পর বাংলাদেশের ১৩তম ম্যাচ। খুব কম ম্যাচ হলেও গত ১২ ম্যাচের পরিসংখ্যানের ছাপ আজকেও দেখা গেছে। পাওয়ারপ্লেতে অন্য দলগুলোর তুলনায় সবচেয়ে কম রান রেটে রান তুলেছে বাংলাদেশ ক্রিকেট দল।

২০১৯ বিশ্বকাপের পর প্রথম দশ ওভারে বাংলাদেশের রান রেট মাত্র ৪.১৬। আজ যেমন শ্রীলঙ্কার বিপক্ষেও প্রথম ১০ ওভারে ১ উইকেটে বাংলাদেশ নিয়েছে ৪০ রান। অর্থাৎ আজ গড়ের চেয়েও ধীরগতিতে রান তুলেছে দল। আজ দ্বিতীয় ওভারেই লিটন দাসকে হারায় বাংলাদেশ। দ্বিতীয় ওভারের ফাস্ট বোলার দুষ্মন্ত চামিরার অফ স্টাম্পের বাইরের বলে প্রথম স্লিপে ক্যাচ দেন লিটন।

বাংলাদেশের হয়ে পাওয়ারপ্লেতে দ্রুত রান তোলার দায়িত্বটা মূলত লিটনেরই। আরেক ওপেনার তামিম ইকবাল ৪০ ওভার পর্যন্ত টিকে থাকার চেষ্টায় খেলেন। শুরুতে সময় নিয়ে মাঝের ওভারে রানের গতি বাড়ান স্পিনারের বিপক্ষে চড়াও হয়ে। আজ লিটন ক্রিজে থাকলে হয়তো পাওয়ারপ্লে রানটা ৪০–এর জায়গায় হতো ৫০। তবু বাংলাদেশ পাওয়ারপ্লে ব্যাটিংয়ে বাকিদের থেকে অনেকটাই পিছিয়ে।

বাংলাদেশ প্রথম দশ ওভারের মন্থর ব্যাটিংটা পুষিয়ে দেয় শেষ দশ ওভারের বিধ্বংসী ব্যাটিংয়ে। গত বিশ্বকাপের পর থেকে যেমন ডেথ ওভারে বাংলাদেশের রান রেট ৮.৯১। শেষ দশ ওভারের ব্যাটিংয়ে বাকি সব দলের চেয়ে এগিয়ে বাংলাদেশ। ভারত যেমন ওভার প্রতি ৮.৭৩ রান করে তোলে ডেথ ওভারে। আটের বেশি রান রেট আছে নিউজিল্যান্ড (৮.৭১) ও পাকিস্তানের (৮.২৪)। আজ যদিও শেষ দশ ওভারে ৬৪ রান তুলেছে বাংলাদেশ।

লিটন আগেই আউট হওয়ায় দলের রানের গতি কমে গেছে।
ছবি: প্রথম আলো

ভারত, নিউজিল্যান্ড ও পাকিস্তান অবশ্য ব্যাটিং পাওয়ারপ্লেতে বাংলাদেশের চেয়ে দ্রুতই রান তোলে। এই তিন দলেরই পাওয়ারপ্লে রান রেট সাড়ে পাঁচের আশপাশে। প্রথম দশ ওভারের সাড়ে পাঁচ থেকে শেষ দশ ওভারে সাড়ে আটে লাফ দেওয়া মানে এই দলগুলো ধারাবাহিকভাবে সাধারণত বড় রানই করে।

বাংলাদেশের গল্পটা ভিন্ন। শুরুতে একটু বেশিই মন্থর ব্যাটিং করায় শেষের প্রায় নয় রান রেটও বেশ অনেকটা ফিকে হয়ে যায়। এ ক্ষেত্রে আদর্শ হচ্ছে ইংল্যান্ড। আদর্শ ওয়ানডে ব্যাটিংয়ে ভবিষ্যৎটা ইংল্যান্ডই দেখিয়ে আসছে গত পাঁচ বছর ধরে। তাদের ইনিংসের শুরুটাই হয় ওভারপ্রতি ৬ রান করে এবং ইনিংসজুড়ে রান রেট ৬–এর নিচে নামেই না। ডেথ ওভারে দিয়ে সেই রান রেট গিয়ে ঠেকে ওভার প্রতি ৭.০৯ রানে।