পাকিস্তান দিয়ে দিল টি–টোয়েন্টি বিশ্বকাপের দল

টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তান দল ঘোষণাফাইল ছবি: এএফপি

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল দিয়ে দিল পাকিস্তান। ১৫ সদস্যের এ দলে অভিজ্ঞ মোহাম্মদ হাফিজ জায়গা পেলেও বাদ পড়েছেন দুই সাবেক অধিনায়ক শোয়েব মালিক ও সরফরাজ আহমেদ।

অনুমিতভাবেই পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে উইকেটকিপার হিসেবে জায়গা পেয়েছেন মোহাম্মদ রিজওয়ান। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছেন তিনি। মূল স্কোয়াড থেকে বাদ পড়লেও ‘রিজার্ভ’ হিসেবে থাকছেন ওপেনিং ব্যাটসম্যান ফখর জামান।

পাকিস্তান দলে চমক আজম খান। ২৩ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটসম্যানের পাকিস্তান দলে অভিষেক এ বছরই। খেলেছেন দুই/তিনটি ম্যাচ। কিন্তু ব্যাট হাতে তাঁর স্ট্রাইকরেট ১৫০।

পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ রিজওয়ান, খুশদিল শাহ, শোয়েব মাকসুদ, আজম খান, আসিফ আলী, শাদাব খান, হাসান আলী, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ, ইমাদ ওয়াসিম, শাহীন শাহ আফ্রিদি।

রিজার্ভ: ফখর জামান, শাহনাওয়াজ দাহানি, উসমান কাদির