পিএসএল ট্রফি নিয়ে কাড়াকাড়ি
পিএসএল মৌসুম শেষ না হলে কে পাবে শিরোপা তা নিয়ে দলগুলোর মধ্যে দেখা দিয়েছে নানা মত
আর কিছুদিন সময় পেলে হয়তো পিসিবিকে এতো ঝামেলায় পড়তে হতো না। পাকিস্তান সুপার লিগের দুটি সেমিফাইনাল আর ফাইনাল বাকি ছিল। এমন সময় করোনাভাইরাসের আবির্ভাব। শেষ পর্যন্ত দুই সপ্তাহ আগে বাধ্য হয়ে টুর্নামেন্ট স্থগিত করতে হয়। করোনা পরিস্থিতি উন্নতি না হওয়ায় পিসিবি পড়েছে বিপাকে। পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করবে নাকি নতুন করে সূচি ঘোষণা করবে, টুর্নামেন্ট বাতিল করে দেওয়া নিয়েও নাকি আলোচনা হয়েছে।
পিএসএলের প্লেয়িং কন্ডিশন বলছে, টুর্নামেন্ট মাঠে গড়ানোর কোন সুযোগ না থাকলে পয়েন্ট টেবিলে শীর্ষ থাকা দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। সেক্ষেত্রে মুলতান সুলতান হবে পিসিএলের ষষ্ঠ আসরের চ্যাম্পিয়ন। দলটির বোলিং কোচ মুস্তাক আহমেদও তেমন কিছুই প্রত্যাশা করছেন, ‘পিএসএল-৫ ভালোই ভালোই শেষ হবে তখনই যখন শীর্ষ দলকে জয়ী ঘোষণা করা হবে।’
নতুন করে সূচি করাও কঠিন কাজ। এপ্রিলেই বাংলাদেশ দলের পাকিস্তান সফর করার কথা ছিল। করাচিতে একটি ওয়ানডে ও একটি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলার কথা ছিল দুই দলের। কিন্তু করোনাভাইরাসের কারণে সিরিজ স্থগিত করা হয়। পাকিস্তান দলের ইংল্যান্ড সফর, এশিয়া কাপ টি-টোয়েন্টি ও বিশ্বকাপ টি-টোয়েন্টিতে ঠাসা পাকিস্তানের ভবিষ্যৎ সফর সূচি। পিএসএলের সেমিফাইনাল ও ফাইনালের জন্য সময় বাকি থাকে ঠিক আগামী পিএসএলের আগে। নতুন সূচি করলে পিসিএলের ষষ্ঠ আসর রঙ হারাবে বলে মনে করেন মুস্তাক আহমেদ, ‘পিসিবি যদি পিএসএল-৫ এখনই শেষ না করে পিএসএল-৬ এর আগে এবারের ম্যাচগুলো আয়োজন করে, তাহলে পিএসএল-৬ এর উন্মাদনা নষ্ট হবে।’
মুলতান সুলতানের পর পয়েন্ট তালিকায় বাকি তিন দল করাচি কিংস, লাহোর কালান্দার্স ও পেশওয়ার জালমি। তাদের আশা আবার ভিন্ন। আগামী পিএসএলের আগে এবারের পিএসএলের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচগুলো মাঠে গড়াবে, এই আশায় আছেন লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা, ‘যখনই সুযোগ পাওয়া যায়, তখনই বাকি ম্যাচগুলো খেলা উচিত। আমাদের কাছে এটাই যৌক্তিক মনে হচ্ছে। আমরা প্রতিযোগিতায় বিশ্বাস করি। তাছাড়া ক্রিকেট খেলার কোন মানে হয় না। যে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে, তাকেই শিরোপা দিয়ে দেওয়া ভক্তদের নিরাশ করবে। প্রতিযোগিতার কারণেই ক্রিকেট এত সুন্দর। তা না হলে প্রতি ম্যাচে টস করেই জয়ী দল নির্বাচন করা যায়।’