পূজারা, কোহলিতে লড়ছে ভারত

ব্যাটিংয়ে চেতেশ্বর পূজারা। ৯১ রানে অপরাজিত আছেন তিনি।
ছবি: রয়টার্স

বিরাট কোহলি যখন ব্যাটিংয়ে নামলেন, জেমস অ্যান্ডারসন মাঠে ছিলেন না। তবে জো রুট শিগগির সঙ্কেত পাঠালেন ড্রেসিংরুমে। ক্যারিয়ারে যৌথভাবে সবচেয়ে বেশী যার বলে আউট হয়েছেন কোহলি, সেই অ্যান্ডারসনকে না পেলে চলবে নাকি রুটের! কোহলি অবশ্য এবার ধরা দিলেন না শিগগির। রোহিত শর্মার পর চেতেশ্বর পূজারের ফিফটি, পূজারার সঙ্গে কোহলির জুটিতে লড়াই করল ভারত। তৃতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে ২১৫ রান তুলেছে তারা, ইংল্যান্ডের প্রথম ইনিংসের চেয়ে এখনও ১৩৯ রানে পিছিয়ে বিরাট কোহলির দল। ৯১ রানে অপরাজিত রয়েছেন পূজারা। ক্যারিয়ারের ১৯তম টেস্ট সেঞ্চুরি থেকে মাত্র ৯ রান দূরে রয়েছেন তিনি। ৪৫ রানে অপরাজিত আছেন বিরাট কোহলি।

টেস্টের প্রথম ছয় সেশনে শুধু হাবুডুবুই খেয়েছে ভারত। পরের দুই সেশনে এসে তাই একটু অক্সিজেন পেল তারা। তৃতীয় দিন সকালে ইংল্যান্ডকে দ্রুত অল-আউট করে দেওয়ার পর প্রথমে রোহিত, পরে পূজারা নেতৃত্ব দিয়েছেন ভারতের লড়াইয়ে। তৃতীয় দিনের প্রথম দুই সেশনে কোনো উইকেটই হারায়নি প্রথম দিন দেড় সেশনের মাঝেই ৭৮ রানে অলআউট হয়ে যাওয়া ভারত।

ইংল্যান্ড আগের দিনের স্কোরের সঙ্গে তৃতীয় দিন সকালে যোগ করতে পেরেছে মাত্র ৮ রান, ৩৫৪ রানের লিড নিয়েই থেমেছে তারা। ক্রেইগ ওভারটন এলবিডব্লু হয়েছেন মোহাম্মদ শামির বলে। এরপর ওলি রবিনসনকে বোল্ড করেছেন যশপ্রীত বুমরা।

দ্বিতীয় দফা ব্যাটিংয়ে নেমে ভারতের প্রথম উইকেট পেতে মধ্যাহ্নবিরতির একেবারে আগের সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে ইংল্যান্ডকে। ক্রেইগ ওভারটনের বলে দ্বিতীয় স্লিপে বাঁ দিকে ঝাঁপিয়ে জনি বেয়ারস্টোর দারুণ ক্যাচে ফিরেছেন ৫৪ বলে ৮ রান করা লোকেশ রাহুল। পরের সেশনে অবশ্য কোনো উইকেট হারায়নি ভারত।

দিনের খেলা শেষে বেরিয়ে আসছেন বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারা। ৪৫ রানে অপরাজিত আছেন কোহলি।
ছবি: এএফপি

ফিফটির পথে রোহিত শুরুতে সময় নিয়েছেন, পরে সুযোগ পেলেই সেটা কাজে লাগিয়েছেন। ১২৫ বলে গিয়ে পূর্ণ করেছেন ফিফটি। দ্বিতীয় উইকেটে রোহিতকে ভালো সঙ্গ দিয়েছেন চেতেশ্বর পূজারা। লেংথের দিক দিয়ে আক্রণাত্মকই ছিলেন ইংল্যান্ড পেসাররা, তবে সাফল্য পাননি সেভাবে। ৪১তম ওভারে গিয়ে প্রথমবারের মতো মঈন আলীকে আক্রমণে এনেছেন জো রুট। তবে চা-বিরতির আগে রোহিত-পূজারার জুটি ভাঙতে পারেনি ইংল্যান্ড।

দ্বিতীয় ইনিংসের বেশ খানিকটা সময় ভাগ্যকে পাশে পায়নি ইংল্যান্ড। ক্রিকভিজের তথ্য অনুযায়ী, প্রথম ৩০ ওভারে প্রথম ইনিংসে ৪৭টি আলগা (ফলস) শটের বিপরীতে পড়েছিল ভারতের ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে সেখানে এ সময়ে ৫০টি আলগা শট খেললেও ভারত হারিয়েছে একটিই উইকেট।

নাটক হয়েছে রিভিউ নিয়েও। প্রথমে একেবারে শেষ মুহূর্তে গিয়ে রিভিউ নিয়ে বেঁচে যান লোকেশ রাহুল। অন্যদিকে রোহিতের বিপক্ষে এলবিডব্লুর আবেদনে জো রুট শেষ মুহূর্তে গিয়ে রিভিউ নিতে চাইলেও সময় পেরিয়ে যায়। রিপ্লে দেখায়, রোহিত সেটাতে আউট হতে পারতেন।

রোহিত অবশ্য পরে ওলি রবিনসনের বলে এলবিডব্লুই হয়েছেন। এবারে রোহিত রিভিউ নিলেও অল্পের জন্য উইকেটে ‘আম্পায়ারস কল’ হওয়ায় ফিরতে হয়েছে তাঁকে। রোহিত ফেরার পর ক্যারিয়ারের ৩০তম ফিফটি পূর্ণ করেছেন পূজারা।