ফিল্ডিং কোচ রায়ান কুককে রাখছে না বিসিবি

ফিল্ডিং কোচ রায়ান কুকফাইল ছবি: প্রথম আলো

জাতীয় দলের ফিল্ডিং কোচ রায়ান কুকের সঙ্গে আর চুক্তি বাড়াচ্ছে না বিসিবি। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বিষয়টি জানিয়েছেন।

আকরাম খান বলছেন, ‘কুককে আমরা পাচ্ছি না। এটা ১৬ তারিখ চূড়ান্ত করব। তাঁর মেয়াদ যেহেতু শেষ পর্যায়ে আছে, তাই সে এখন আসছে না। চুক্তিও নবায়ন হচ্ছে না। তাই কুককে পাকিস্তান সিরিজে পাচ্ছি না।’

কুকের সঙ্গে বোর্ডের চুক্তি ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্তই। তাঁর জায়গায় এখন স্থানীয় একজন কোচ খুঁজছে বিসিবি, ‘আমাদের হাতে কিছু নাম আছে। পাশাপাশি আমরা উঁচুমানের ফিল্ডিং কোচকেও দেখছি এবং আশা করছি, মাসখানেকের মধ্যে পেয়ে যাব।’

কুক না থাকলেও আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জাতীয় দলের প্রথম দিনের অনুশীলনে ছিলেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, পেস বোলিং কোচ ওটিস গিবসন। বিশ্বকাপ দলে থাকা কয়েকজন ক্রিকেটারের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন বাইরের বেশ কয়েকজন ক্রিকেটার। সব মিলিয়ে মোট ১৫ জন যোগ দিয়েছিলেন মিরপুরের অনুশীলন ক্যাম্পে।

এবার বিশ্বকাপ পর্যন্ত কুকের সঙ্গে চুক্তি ছিল বিসিবির
ফাইল ছবি: প্রথম আলো

এদিকে বিসিবি কার্যালয়ে আজ কোচ, নির্বাচক ও ক্রিকেট পরিচালনা বিভাগের মধ্যে এক দফা বৈঠকও হয়েছে। এ ব্যাপারে আকরাম খান বলেছেন, ‘আমরা কীভাবে ভালো পারফরম্যান্স করতে পারি, বাংলাদেশের জনগণের প্রত্যাশা মেটাতে পারি, সেসব বিষয় নিয়ে আলাপ–আলোচনা করেছি।’ আলোচনা হয়েছে ১৯ নভেম্বর শুরু হতে যাওয়া পাকিস্তান সিরিজের দল ঘোষণা নিয়েও, ‘দলের ব্যাপার আছে। দলের স্টাফের ব্যাপার আছে। আমরা হয়তো ১৬ তারিখের দিকে দল ঘোষণা করে দেব।’