বরিশাল দলের বোঝা গেইল!

বিপিএলে এখনো ব্যর্থ গেইলছবি: প্রথম আলো

ক্রিস গেইলকে টি–টোয়েন্টি ক্রিকেটে এর আগে পাঁচ নম্বরে কি কেউ খেলতে দেখেছে! এবারের বিপিএলে ফরচুন বরিশালের হয়ে গেইলকে দেখা গেছে পাঁচ নম্বরে। এটা ক্যারিবীয় তারকার জন্য নতুন এক জায়গা। নতুন এক দায়িত্ব। পাঁচ নম্বরে তাঁর কাজ ছিল ‘স্পিন হিটারে’র। মাঝের ওভার স্পিনারদের বিপক্ষে চড়াও হবেন এই ক্যারিবীয় কিংবদন্তি, দলের পরিকল্পনা ছিল এটিই।

বরিশালের হয়েই গেইলকে দেখা গেছে আবার উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে। কিন্তু কোনো দায়িত্বেই গেইলের কাছ থেকে বড় রান পায়নি বরিশাল।এবারের বিপিএলে পাঁচ ইনিংস খেলে এখন পর্যন্ত গেইলের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ৪৫। এ তো গেল ব্যাটিংয়ের কথা। ৪২ বছর বয়সী গেইলকে ফিল্ডিংয়ে লুকিয়ে রাখতে হয় ম্যাচের প্রতি মুহূর্তে। থার্ড ম্যান, ফাইন লেগের বাইরে গেইলকে ফিল্ডার হিসেবে ব্যবহার করা কঠিন। সব মিলিয়ে রানখরায় থাকা গেইল যেন বরিশাল দলের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছেন।

বরিশালের প্রত্যাশা পূরণ করতে পারেননি গেইল
ছবি: প্রথম আলো

আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের একাডেমি মাঠে বরিশালের ব্যাটিং কোচ নাজমুল আবেদীনের কথায় সে সুরই পাওয়া গেল। গেইলের ব্যাটিং প্রসঙ্গে তিনি বলছিলেন, ‘সত্যি কথা বলতে গেলে, হ্যাঁ হতে পারে (বোঝা)। কারণ সে যদি রান না করে, তাহলে তার কাছ থেকে এরপর আর কিছু পাওয়ার থাকে না। হয়তো ফিল্ডিংয়েও কিছুটা লুকিয়ে রাখতে হয়। কিন্তু আমরা সবাই জানি পাঁচ ওভারের মধ্যে খেলাটাকে ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা তার আছে। সে জন্যই আমরা এখনো তার ওপর বিশ্বাসটা রাখছি এবং ওই জায়গাটা ওকে ছেড়ে দিয়েছি যেন পুরোপুরি মনোযোগী হতে পারে। আশা করছি, সে মানিয়ে নিয়ে ভালোই করবে।’

ফর্মে ফিরবেন গেইল?
ছবি: প্রথম আলো

এবারের বিপিএলে গেইলকে এখন পর্যন্ত এক দিনও বরিশালের অনুশীলনও দেখা যায়নি। বরিশাল দলের আরেক ক্যারিবীয় ক্রিকেটার ডোয়াইন ব্রাভোও খেলছেন অনুশীলন যোগ না দিয়ে। এ প্রসঙ্গে নাজমুল আবেদীন বলছিলেন, ‘ওরা যেখান থেকে আসছে, ওই জায়গার সংস্কৃতিটা বোধ হয় অনেকটা এমনই। ওরা খেলাটাকে এভাবেই হয়তো দেখে। আমরা মানিয়ে নিয়েছি। ওটা যেন দলের পারফরম্যান্সে বা দলের শৃঙ্খলায় কোনো প্রভাব না ফেলতে পারে, সেদিকে আমাদের চোখ আছে। এ ছাড়া আর যারা আছে, তারা সবাই খুবই মনোযোগী, সবাই যার যে কাজ, সেটা করছে।’