বাংলাদেশের বিপক্ষে স্কটল্যান্ডের জয়ে অবাক পাপুয়া নিউগিনি

স্কটল্যান্ড কীভাবে বাংলাদেশকে হারাল, অবাক পাপুয়া নিউগিনিছবি: আইসিসি

বাংলাদেশকে হারিয়ে স্কটল্যান্ডের চোখ এই মুহূর্তে পাপুয়া নিউগিনির দিকে। টেস্ট ক্রিকেটে ২১ বছরের অভিজ্ঞতায় ঋদ্ধ বাংলাদেশকে যখন হারানো গেছে, তখন টি-টোয়েন্টি বিশ্বকাপে নবাগত পাপুয়া নিউগিনি তো স্কটল্যান্ডের জন্য সহজ চ্যালেঞ্জই। কাল তাদের বিপক্ষে ম্যাচের আগে স্বাভাবিকভাবেই নির্ভার স্কটিশরা। দলের অলরাউন্ডার মিচেল লিস্ক জানিয়েছেন, তাঁর কাছে পাপুয়া নিউগিনির ম্যাচটা বাংলাদেশ-ম্যাচের মতো কঠিন না হলেও দলটা তাদের মতো করেই স্কটল্যান্ডকে চ্যালেঞ্জ জানাবে।

এ মুহূর্তে ম্যাচ ধরে ধরেই ভাবছে স্কটল্যান্ড। লিস্ক জানিয়েছেন সেটিই, ‘পাপুয়া নিউগিনি তাদের মতো করে চ্যালেঞ্জ জানাবে। হ্যাঁ, সেটি অবশ্যই বাংলাদেশের বিপক্ষে ম্যাচের চ্যালেঞ্জ থেকে পুরোপুরি ভিন্ন। এ মুহূর্তে আমরা ম্যাচ ধরে ধরে ভাবছি।’

বাংলাদেশের হারে বিস্মিত পাপুয়া নিউগিনি
ছবি: আইসিসি

তবে স্কটল্যান্ডের বিপক্ষে নামার আগে পাপুয়া নিউগিনি ভাবছে অন্য কথা। স্কটল্যান্ড ভালো দল, সেটি তারা জানে। কিন্তু স্কটিশরা বাংলাদেশকে কীভাবে হারিয়ে দিল, তা অবাক করছে পাপুয়া নিউগিনিকেও। দলের ওপেনিং ব্যাটসম্যান লেগা সিয়াকা বিস্ময়ের কথা জানিয়েছেন, ‘স্কটল্যান্ড কীভাবে বাংলাদেশের মতো দলকে হারাল, সেটি আমাদের অবাক করেছে। বাংলাদেশ তো বিশ্বের অন্যতম সেরা দল। আমি এটিকে অঘটনই বলব।’

নিজেদের প্রথম ম্যাচে ওমানের বিপক্ষে রীতিমতো উড়ে গেছে পাপুয়া নিউগিনি। মাসকাটে ১২৯ রানে গুটিয়ে তারা হেরেছে ১০ উইকেটের বড় ব্যবধানে। আকিব ইলিয়াসের ৪৩ বলে ৫০ আর যতিন্দর সিংয়ের ৪২ বলে ৭৩ রানের দারুণ দুটি ইনিংসে ৩৮ বল হাতে রেখে জিতেছে ওমান। এমন হারের পর স্কটল্যান্ডের বিপক্ষে নামতে হবে পাপুয়া নিউগিনিকে।

স্কটল্যান্ডকে নিয়ে চিন্তিত নয় পাপুয়া নিউগিনি দল
ছবি: আইসিসি

‘বিশ্বের অন্যতম সেরা’ দল বাংলাদেশকে হারানোর পর পাপুয়া নিউগিনিকে নিয়ে তাদের ভাবনাটা কিন্তু খুবই সাধারণ। লিস্কের কাছে এটি আর একটা সাধারণ ম্যাচই, ‘বাংলাদেশের মতো দলকে হারানো স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটি নিয়ে আমরা রোমাঞ্চিত। আমরা প্রতি ম্যাচেই ইতিবাচক খেলার চেষ্টা করছি। স্কটল্যান্ডকে মোটেও আমরা খুব বিশাল কিছু মনে করছি না। তারা আমাদের মতোই একটা দল, যারা এবারের বিশ্বকাপে খেলতে এসেছে।’