বাংলাদেশ বনাম ইংল্যান্ড : যেমন হতে পারে আবহাওয়া ও কন্ডিশন
দুই দলের জন্য টুর্নামেন্টের শুরুটা হয়েছে সম্পূর্ণ দুই রকম। নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ৫৫ রানে অলআউট করে ম্যাচটা ছয় উইকেটে জিতে নিয়েছে ইংল্যান্ড। সবাইকে বুঝিয়েছে, এবার বিশ্বকাপ জেতার জন্য কেন তাদের অন্যতম ফেবারিট মানা হচ্ছে।
অন্যদিকে শ্রীলঙ্কাকে ১৭২ রানের লক্ষ্য ছুড়ে দিয়েও ফিল্ডিং ব্যর্থতায় প্রথম ম্যাচে হেরেছে বাংলাদেশ। এমন বিপরীতমুখী অভিজ্ঞতা নিয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ বিকেল চারটায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ইংল্যান্ড। সেমিফাইনালের স্বপ্নটা যেন একেবারেই ফিকে না হয়ে যায়, সেই লক্ষ্যে আজ জয়ের বিকল্প নেই বাংলাদেশের কাছে।
আবুধাবির উইকেট শুরুতে ব্যাটিংয়ের জন্য বেশ উপযোগী থাকে। কিন্তু খেলা যতই সামনে এগোতে থাকে, পিচ ততই মন্থর হতে থাকে। ফলে তখন স্পিনার এবং ধীরগতির বোলাররা পিচ থেকে সুবিধা আদায় করতে পারেন। মোস্তাফিজ, সাকিব, নাসুম, মেহেদীদের জন্য তথ্যগুলো অপরিচিত থাকার কথা নয়।
এই মাঠে এখন পর্যন্ত খেলা হয়েছে মোট ৫২টি টি-টোয়েন্টি ম্যাচ, যেখানে প্রথম ইনিংসে ব্যাট করা দল স্কোরবোর্ডে তুলতে পেরেছে গড়ে ১৩৯ রান এবং দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দল তুলতে পেরেছে গড়ে ১২৮ রান।
৫২টি ম্যাচের মধ্যে আগে ব্যাট করা দল জিতেছে ২৩টি ম্যাচ, আগে বোলিং করা দল জিতেছে ২৯টি ম্যাচ।
এই টি-টোয়েন্টি বিশ্বকাপে টসে জিতে আগে বোলিং নিয়ে প্রতিপক্ষকে অল্প রানে গুটিয়ে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে দলগুলোর মধ্যে। আবুধাবির এই মাঠেও যেহেতু আগে বোলিং করা দলই বেশির ভাগসংখ্যক ম্যাচ জিতেছে, সেহেতু আজকে ইংল্যান্ড ও বাংলাদেশ এই পদ্ধতি অনুসরণ করতে চাইলে দোষ দেওয়া যায় না!
অন্যান্য দিনের মতো আজকেও আবুধাবির আবহাওয়া প্রচণ্ড গরম ও শুষ্ক থাকবে বলে আবহাওয়ার প্রতিবেদন থেকে জানা গেছে। খেলা যেহেতু দুপুরে, দুই দলকেই এই আবহাওয়া বেশ ভোগাবে।
আবুধাবিতে আজকের তাপমাত্রা ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে ৫৫ ভাগ এবং বাতাসের গতি ঘণ্টায় ১৮ থেকে ২০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।