বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২৪ ক্রিকেটার

সাকিব, মুশফিকসহ পাঁচ ক্রিকেটার আছেন তিন শ্রেণিতেইছবি: সংগৃহীত

ক্রিকেটারদের চুক্তিতে গত বছরই একটা নতুনত্ব এনেছিল বিসিবি। প্রথমবারের মতো চুক্তি হয়েছিল লাল বল ও সাদা বলের ক্রিকেটের ভিত্তিতে। এবার বদলে গেল সেটিও।

আজ ঘোষিত ক্রিকেটারদের নতুন চুক্তির তালিকায় আছে তিনটি শ্রেণি—টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি। তিন শ্রেণি মিলিয়ে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে আছেন ২৪ ক্রিকেটার।

লিটন দাস আছেন তিন শ্রেণিতেই
ফাইল ছবি: এএফপি

এর মধ্যে তিন সংস্করণেই আছেন পাঁচজন—মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। শুধু টেস্টে ১৪ জন, ওয়ানডেতে ১২ জন ও টি-টোয়েন্টিতে আছেন ১৫ জন।

আগের চুক্তি থেকে এবার বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুন ও নাঈম হাসান। তাঁরা কোনো চুক্তিতেই নেই। গত মে মাস থেকে শুরু হয়ে নতুন চুক্তির মেয়াদ থাকবে আগামী ডিসেম্বর পর্যন্ত।

তামিম টি-টোয়েন্টির চুক্তিতে নেই
ফাইল ছবি

কে কে আছেন কেন্দ্রীয় চুক্তির তালিকায়

টেস্ট
মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন দাস, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন, আবু জায়েদ, সাদমান ইসলাম, সাইফ হাসান ও ইবাদত হোসেন।

ওয়ানডে
মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন দাস, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন।

শরীফুল ধীরে ধীরে দলের নির্ভরযোগ্য বোলারদের একজন হয়ে উঠছেন
ফাইল ছবি: প্রথম আলো

টি-টোয়েন্টি
মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মাহমুদউল্লাহ, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, মেহেদী হাসান, নুরুল হাসান, নাসুম আহমেদ, শামীম হোসেন।

** তিন সংস্করণেই আছেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম এই পাঁচজন।