‘ভারত স্পিনিং উইকেট বানালেই দোষ?’

চেন্নাইয়ের উইকেট নিয়ে উঠেছে বিতর্ক।
ছবি: বিসিসিআই

চেন্নাই টেস্ট যে উইকেটে হচ্ছে, সেটি আদৌ খেলার উপযোগী কি না, তা নিয়ে বিতর্ক চলছে। এটি উসকে দিয়েছেন ইংল্যান্ডের সাবেক দুই তারকা কেভিন পিটারসেন, মাইকেল ভন। এই দুজনের দলে আছেন অস্ট্রেলিয়ার সাবেক গ্রেট মার্ক ওয়াহও। তবে নিন্দুকদের নিন্দা উড়িয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাস্কার। তাঁর মতে, চেন্নাই টেস্টের উইকেটে খেলতে না পারার কোনো কারণ নেই। এই উইকেটেই রোহিত শর্মা ১৫০ রানের ইনিংস খেলেছেন। তাই এ নিয়ে সমালোচনা অনর্থক।

গাভাস্কার ইংলিশ উইকেটের উদাহরণ টেনে খোঁচাও দিয়েছেন সমালোচকদের, ‘ইংল্যান্ডের উইকেটে বল সিম করে, অস্ট্রেলিয়াকে আমরা সেখানে ৪৬ রানে অলআউট হয়ে যেতে দেখেছি। তখন তো কেউ কিছু বলে না। দোষ কেবল ভারতেরই। স্পিনিং উইকেট বানালেই সবাই হই হই করে ওঠে। বল ঘুরতে শুরু করলেই দোষ।’

চেন্নাইয়ের উইকেট কঠিন হলেও এটি যে খেলার অনুপযোগী নয়, সেটিই স্পষ্ট করেছেন ভারতের সাবেক এই অধিনায়ক, ‘এটা ঠিক যে চেন্নাইয়ে যে উইকেটে খেলা হচ্ছে, সেটি কঠিন উইকেট। কিন্তু এই উইকেটকে কোনোভাবেই অনুপযোগী উইকেট বলা যাবে না। প্রথম টেস্টেই তো এখানেই অনেক রান উঠেছে। তখন তো বলা হয়েছিল এটা ব্যাটসম্যানদের স্বর্গ। এ নিয়ে অভিযোগ তুলে লাভ নেই।’

চেন্নাইয়ের উইকেট নিয়ে সমালোচনাকারীদের এক হাত গাভাস্কারের
ফাইল ছবি, এএফপি

অস্ট্রেলিয়ার সাবেক তারকা মার্ক ওয়াহ বলেছেন, তাঁর পছন্দ ব্যাটে-বলে সমান লড়াই। চেন্নাইয়ে ভারত-ইংল্যান্ড টেস্টে সেটি অনুপস্থিত বলেই হতাশ তিনি, ‘এই ধরনের উইকেটে টেস্ট ম্যাচ কখনোই গ্রহণযোগ্য নয়। টেস্টে আমি সব সময়ই ব্যাটে-বলে সমান লড়াই দেখতে পছন্দ করি। সেটিই উপভোগ্য।’

গাভাস্কার সমালোচনার জবাবে রোহিত শর্মার বড় সেঞ্চুরির প্রসঙ্গ টেনেছেন, ‘আমার কাছে মনে হয় উইকেট নিয়ে সমালোচনা এক ধরনের দ্বিচারিতা। এই উইকেটেই তো রোহিত দুর্দান্ত ব্যাটিং করল। উইকেট খারাপ হলে ৩০০ রান ওঠে কীভাবে! রোহিত দেখিয়ে দিয়েছে ইংলিশ স্পিনারদের বিপক্ষে একটু দেখে খেললেই ভালো করা যায়। আমার কাছে তো মনে হয়, ভারতীয় স্পিনার যে লাইনে প্রতিটি বল ফেলছে, সেটি পারছে না ইংলিশরা।’

টেস্টে জয়ের জন্য ৪৮২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দিশেহারা ইংলিশরা। চতুর্থ দিন প্রথম সেশনেই হারিয়েছে ৪ উইকেট। সব মিলিয়ে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে মাত্র ১১৬ রান তুলেছে তারা। জো রুটি একাই বিরুদ্ধ স্রোতে লড়ছেন। ৯০ বলে ৩৩ করে অপরাজিত তিনি। বাঁ হাতি স্পিনার অক্ষর প্যাটেল আর অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন নিয়েছেন ৩টি করে উইকেট। কুলদীপ যাদব পেয়েছেন অন্য উইকেটটি।