ভার্চ্যুয়াল জগতে ঘুরবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি

ভার্চ্যুয়াল জগতে দেখা যাবে অনেক কিছুছবি: টুইটার

বদলে গেছে সময়, বদলে গেছে বাস্তবতাও। অফিসের মিটিং থেকে শুরু করে ম্যাচের আগে-পরের সংবাদ সম্মেলনা—সবই চলে গেছে অনলাইন জগতে। এবার ডিজিটাল জগতে হবে ট্রফি প্রদর্শনীও। ২০২১ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘ট্রফি ট্যুর’ বা সফর হবে অনলাইনেই। ত্রিমাত্রিক ফিল্টার ব্যবহার করে বিভিন্ন দেশের মানুষ অংশ নিতে পারবেন তাতে। আজ এই ডিজিটাল ট্রফি ট্যুরের উদ্বোধন করেছেন ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের নায়ক কার্লোস ব্রাফেট।

ট্রফি ট্যুর শুরু হয়েছে আজ
ছবি: টুইটার

এ বছরের অক্টোবরের ১৭ তারিখ শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওমান ও সংযুক্ত আরব আমিরাতে হবে এ টুর্নামেন্ট। সাধারণত এমন টুর্নামেন্টের আগে অংশগ্রহণকারী দেশগুলোতে আসে ট্রফি, হয় অনুষ্ঠান। তবে করোনাভাইরাসের কারণে এবার সম্ভব হচ্ছে না সেটি। ফলে আইসিসি আশ্রয় নিয়েছে ডিজিটাল জগতেই।

যেকোনো স্মার্ট ডিভাইসের মাধ্যমে এই ট্রফি প্রদর্শনীতে অংশ নিতে পারবেন যে কেউ। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফেসবুক ও ইন্সটাগ্রাম পেজে থাকবে ত্রিমাত্রিক ‘অগমেন্টেড রিয়্যালিটি’ ফিল্টার। সে ফিল্টারের মাধ্যমে টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি নিয়ে কন্টেন্ট তৈরি করতে পারবেন সমর্থকেরা। প্রতি সপ্তাহে সেসবের বাছাই করা কন্টেন্ট দেখানো হবে আইসিসির সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে। আইসিসির অফিশিয়াল স্মারক জেতারও সুযোগ থাকবে সমর্থকদের। টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি এখন কোথায়—আইসিসির ট্রফির জন্য তৈরি করা আলাদা ওয়েবসাইট থেকে জানা যাবে।

বার্মিংহামের কবি লরিয়েট ক্যাসি বেইলির একটা কবিতা আবৃত্তির মাধ্যমে ডিজিটাল ট্রফি ট্যুর শুরু করেছেন ব্রাফেট। সে ট্রফির সঙ্গে নিজের স্মরণীয় মুহূর্তটার কথাও আরেকবার বলেছেন তিনি, ‘আমার জীবনের অন্যতম সেরা এক রাতের স্মৃতি ফিরিয়ে আনে এ ট্রফিটা। অনন্য এই ট্রফির সফরে যুক্ত হতে পেরে আনন্দিত আমি। এবার সমর্থকেরা অভূতপূর্ণ কিছু জিনিস দেখতে যাচ্ছে।’

কীভাবে ট্রফির এই সফরটা হবে, সেটারও ইঙ্গিত দিয়েছেন তিনি, ‘আইফেল টাওয়ারে নিতে চান ট্রফিটা? অথবা তাজমহলে? ব্যক্তিগতভাবে সমর্থকদের সৃষ্টিশীলতা দেখতে মুখিয়ে আছি আমি। আশা করি, সবাই এতে সম্পৃক্ত হবেন।’