মাঠের পোলার্ডকে মেরে ফেলল ইন্টারনেট

স্ত্রীর সঙ্গে কাইরন পোলার্ড।ছবি: ইনস্টাগ্রাম

ইন্টারনেট বড় বিচিত্র এক দুনিয়া। সবার জন্য সবকিছু আছে সেখানে। কীভাবে সেসব কাজে লাগাবেন, তা ব্যবহারকারীর বিবেচনা।

খবরাখবর আর তথ্যের সর্বশেষ জানার সবচেয়ে ভালো উৎস হলেও ইদানীং ইন্টারনেটের অনেক বিড়ম্বনার মধ্যে একটি সম্ভবত হয়ে উঠেছে গুজব। বলা নেই, কওয়া নেই, হুট করে হয়তো কোনো গুজব ছড়িয়ে পড়ল।

অনেকে আবার ভুল-শুদ্ধ বিচার না করে, কোনো পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই সেসব গুজব শেয়ারও করে বসেন সামাজিক যোগাযোগমাধ্যমে। মানুষের সরল এই বিশ্বাসের ফায়দা তুলে নেয় কুচক্রী মহল।

তেমনই বিড়ম্বনায় গত পরশু পড়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কাইরন পোলার্ড। দিব্যি মাঠে ক্রিকেট খেলছিলেন, এর মধ্যে হঠাৎ ইন্টারনেটে ছড়িয়ে পড়ে তাঁর মৃত্যুর গুজব!

আবুধাবিতে কাল টি-টেন লিগের ম্যাচে মাঠে ব্যস্ত ছিলেন পোলার্ড, এর মধ্যে ইউটিউবে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভয়ংকর এক গাড়ি দুর্ঘটনার ভিডিও। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুতই ছড়িয়ে পড়ে, ওই গাড়িতে ছিলেন পোলার্ড।

ব্যস, অনেকেই বিশ্বাস করে বসেন, গাড়ি দুর্ঘটনায় পোলার্ড মারা গেছেন। বনে আগুন লাগলে তা ছড়িয়ে পড়তে যেমন সময় লাগে না, সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোলার্ডের এই মৃত্যুর গুজবও তেমনি ছড়িয়ে পড়ে চোখের পলকে।

অথচ মজার ব্যাপার, পোলার্ড তখন মাঠে ক্রিকেট খেলছিলেন! একেবারে বহাল তবিয়তে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার! আবুধাবিতে টি-টেন লিগে পোলার্ডের দল ডেকান গ্ল্যাডিয়েটর্স তখন পুনে ডেভিলসের বিপক্ষে ম্যাচ খেলছিল। পোলার্ড ছিলেন দলের নেতৃত্বে। এরপর কাল ক্রিস গেইলের টিম আবুধাবির বিপক্ষেও দলকে নেতৃত্ব দিয়েছেন পোলার্ড।

মাঠে পোলার্ডের উপস্থিতি ছাড়াও পোলার্ডের মৃত্যুর গুজব ছড়ানো ভিডিওটিতে যে তিনি গাড়িতে ছিলেন না, তা একটু ভালোভাবে লক্ষ্য করলেই বোঝা যায়। কিন্তু ওই যে ফেসবুক-টুইটারের যুগে অনেকের অন্ধবিশ্বাসকেই পুঁজি করে দুষ্কৃতকারীরা। এর আগে ইউটিউবেই গাড়ি দুর্ঘটনার এক ভিডিওকে ঘিরে ভারতের ব্যাটসম্যান সুরেশ রায়না গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন বলে গুজব ছড়িয়েছিল। পরে রায়না নিজেই সেটি ভুয়া জানিয়ে গুজব ছড়ানোর পেছনে জড়িত ব্যক্তিদের তিরস্কার করেন।

স্ত্রী-সন্তানদের নিয়ে বহাল তবিয়তেই আছেন পোলার্ড।
ছবি: ইনস্টাগ্রাম

ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে বাংলাদেশ সফরে আসেননি পোলার্ড। খেলছেন টি-টেন। ভাঙাচোরা দল নিয়ে এসে সফরের তিন ওয়ানডের সিরিজে ৩-০ ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ, ২০২৩ বিশ্বকাপ সামনে রেখে আয়োজিত ওয়ানডে সুপার লিগে বাংলাদেশ তাতে প্রথম ৩ ম্যাচেই পেল পুরো ৩০ পয়েন্ট! আগামী ৩ ফেব্রুয়ারি শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের দুই টেস্ট সিরিজের প্রথমটি।

এখন পর্যন্ত অবশ্য টি-টেন টুর্নামেন্টেও ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি পোলার্ড। বাংলাদেশের অলরাউন্ডার নাসির হোসেনের নেতৃত্বে টুর্নামেন্টে নামা পুনে ডেভিলসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে পোলার্ড করেছেন ৬ বলে ২ রান, সে ম্যাচে ৭ উইকেটে হেরেছে পোলার্ডের ডেকান গ্ল্যাডিয়েটর্স। কাল দ্বিতীয় ম্যাচে অবশ্য ১৭ বলে ২৪ রান করেছেন পোলার্ড, তাঁর দলও ৬ উইকেটে হারিয়েছে গেইলের টিম আবুধাবিকে।