মাঠে গড়াচ্ছে না ম্যানচেস্টার টেস্ট

আজ হচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডছবি: এএফপি

দিনেশ কার্তিক টুইট করেই সবাইকে থমকে দিয়েছিলেন। ইংল্যান্ড–ভারত সিরিজের সম্প্রচার সংস্থা স্টার স্পোর্টসের ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন ভারতের সাবেক উইকেটকিপার ও ব্যাটসম্যান। তিনিই জানালেন বিষয়টা, ‘আজ কোনো খেলা হচ্ছে না, ওকে টা টা, বাই বাই।’

তাঁর টুইটেই কানাঘুষা শুরু হয়েছিল। অবশেষে কানাঘুষাই সত্যি হলো। আজ শুরু হচ্ছে না ভারত ও ইংল্যান্ডের মধ্যকার ম্যানচেস্টার টেস্ট। আজ টেস্ট শুরু হওয়ার কথা থাকলেও ভারতের সহকারী ফিজিও যোগেশ পারমার করোনা পজিটিভ হওয়ার পর ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আর ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) মধ্য বিস্তারিত আলোচনা শেষে এটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে টেস্টটি কবে অনুষ্ঠিত হবে, সে ব্যাপারে সিদ্ধান্ত এখনো জানা যায়নি।

বৃহস্পতিবার টিম ইন্ডিয়ার জুনিয়র ফিজিও যোগেশ পারমার করোনা আক্রন্ত চিহ্নিত হন। ফলে ঘোর অনিশ্চয়তা দেখা দেয় ম্যানচেস্টারে পঞ্চম তথা শেষ টেস্ট নিয়ে। শেষমেশ বৃহস্পতিবার রাতে ভারতীয় ক্রিকেটারদের আরটি-পিসিআর টেস্টের রিপোর্ট নেগেটিভ আসায় সিরিজের শেষ ম্যাচ নিয়ে দুশ্চিন্তা কেটে যায়।

আবারও করোনার হানা ইংল্যান্ড–ভারত টেস্ট সিরিজে
ছবি: এএফপি

বৃহস্পতিবারই দুই দলের সব খেলোয়াড়ের করোনা পরীক্ষা করা হয়। এতে আরটি–পিসিআর টেস্টে কোভিড পজিটিভ আসে যোগেশ পারমারের। এরপর থেকেই দফায় দফায় বৈঠক হয় দুই বোর্ডের কর্তাদের মধ্যে। টেস্ট বাতিল করার চিন্তাভাবনাও হয়। তবে ইসিবির আর্থিক ক্ষতির কথা মাথায় রেখে টেস্টটি আয়োজনের সিদ্ধান্ত হয়। দুই দলের সব খেলোয়াড়ের কোভিড নেগেটিভ আসায় আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত টেস্টটি বাতিলই হয়ে গেল।