মাহমুদউল্লাহর ব্যাট উপহার পেয়েছেন মাহমুদুল

তরুণ মাহমুদুলের পারফরম্যান্সে খুশি হয়ে তাঁকে ব্যাট উপহার দিয়েছেন মাহমুদউল্লাহ।ফাইল ছবি: প্রথম আলো

বিসিবি প্রেসিডেন্টস কাপ ছিল টপ অর্ডার ব্যাটসম্যানদের দুঃস্বপ্নের টুর্নামেন্ট। নতুন বলে ব্যাটিং করা যেন খুবই কঠিন কাজ ছিল। হাই পারফরম্যান্স দলের তরুণ ব্যাটসম্যান মাহমুদুল হাসানকেও টপ অর্ডারে ব্যাটিং করতে হয়েছে। তিন ম্যাচ খেলে একটি ফিফটি করেছেন। ফিফটি করে আবার ব্যাট উপহার পেয়েছেন দলের অধিনায়ক মাহমুদউল্লাহর কাছ থেকে।

প্রেসিডেন্টস কাপে প্রথম ম্যাচে চারে নামানো হয় মাহমুদুলকে। ২৮ বলে ১৩ রান করে আউট হন সেই ম্যাচে। পরের ম্যাচের আগে অধিনায়ক এসে মাহমুদুলকে তিনে নামতে বলেন। দায়িত্ব হচ্ছে নতুন বল পুরোনো করে দেওয়া। ১০১ বল ক্রিজে থেকে ৫৮ রানের ইনিংস খেলে দায়িত্বটা ভালোভাবেই পালন করেন এই তরুণ।

আজ হাই পারফরম্যান্স দলের অনুশীলন শেষে মাহমুদুল বলছিলেন, ‘আমাদের দলের পরিকল্পনা ছিল যে আমি চারে ব্যাটিং করব। রিয়াদ ভাই আমাকে হঠাৎ এসে বললেন, “তুই তিনে ব্যাটিং করতে পারবি?” আমি বললাম, “জ্বি ভাই আমি পারব।” উনি শুধু আমাকে বলেছিলেন যে “তুই শুধু নতুন বলটাকে একটু পুরোনো করে দিয়ে আসবি। তারপর সেটা আমাদের দেখার বিষয়, আমরা দেখে নিব।” যা বলেছিলেন সেটায় আমি সফল হতে পেরেছি। তারপর উনি আমাকে একটা ব্যাট উপহার দেন।’

বিসিবি প্রেসিডেন্টস কাপে শিরোপা জিতেছেন মাহমুদউল্লাহ ও তাঁর দল।
ফাইল ছবি: প্রথম আলো

ব্যাটের সঙ্গে বড়দের ক্রিকেট খেলার অভিজ্ঞতাও অর্জন করেছেন গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটার মাহমুদুল। ড্রেসিংরুমে মাহমুদউল্লাহ, মুমিনুল হক, ইমরুল কায়েসদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের পেয়েছেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকে এক লাফে আন্তর্জাতিক ক্রিকেটারদের ভিড়ে মিশে অনেক কিছুই শিখেছেন মাহমুদুল, ‘পার্থক্যটা অনেক। কারণ, ওটা অনূর্ধ্ব-১৯ ছিল, আর এটা জাতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে খেলা। অনেক কিছু আমরা শিখতে পেরেছি। সমস্যা হলে তাঁদের কাছে জিজ্ঞাসা করলেই তাঁরা সেটা সমাধান দিয়েছেন এবং আমাদের অনেক কিছু শেখা হয়েছে।’

এক সপ্তাহ ধরে অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন মাহমুদুল। কোচ টবি রেডফোর্ড ক্রিকেটের নতুন অধ্যায়ের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন তরুণদের। শেখার এই সময়টা বেশ উপভোগ করছেন মাহমুদুল, ‘নতুন নতুন অনেক কৌশল দেখিয়ে দিচ্ছেন কোচ। ওটার ওপর আমরা বেশি জোর দিচ্ছি। ওটায় যদি আমরা শক্তিশালী হতে পারি, তাহলে ভবিষ্যতে আমরা আরও ভালো কিছু করব।’