টস জিতে বোলিং নিয়ে লাভ হলো কী, সে-ই তো ব্যাটিংয়েই নামতে হচ্ছে! ওয়েস্ট ইন্ডিজ কৃত্রিম অনুযোগের সুরে বলতেই পারে। হালকা মেঘ আর উইকেটে তার চেয়েও হালকা ঘাস ছিল বলে টসে জিতে আগে ব্যাটিং নিতে চায়নি স্বাগতিকেরা। কিন্তু প্রথম টেস্টের প্রথম সেশনের ১০ ওভারের বেশি বাকি থাকতেই ব্যাট হাতে নামতে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজকে। বাংলাদেশ যে আজ তাদের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন বিন্দু ছুঁয়েছে। ১৮.৪ ওভারে ৪৩ রানে অলআউট হয়েছে। প্রথম সেশনের খেলাই তখনো ২১ মিনিট বাকি ছিল!
আজ এই বিস্ময়কর পারফরম্যান্সে বাংলাদেশ লজ্জাজনক বেশ কিছু রেকর্ড নিজেদের করে নিয়েছে। কিছু কিছু রেকর্ডে ভাগ বসিয়েছে। মনে করিয়ে দিয়েছে, হলেও হতে পারত আরও কিছু রেকর্ড। যেমন—