লর্ডসে আধিপত্য ভারতের

রাহুল দারুণ খেলছেনছবি: এএফপি

ট্রেন্ট ব্রিজে বৃষ্টি বাঁচিয়ে দিল। কে কাকে বাঁচিয়ে দিল সেটা নিয়ে প্রশ্ন তুলতে পারেন অনেকে। কিন্তু শেষ দিনে ৯ উইকেট হাতে দেড় শর কাছাকাছি রানের লক্ষ্য ভারতের পক্ষেই সায় দেয়। লর্ডস টেস্টেও বৃষ্টি বাগড়া দিয়েছে। প্রথম দিনেই। কিন্তু বৃষ্টির এমন হস্তক্ষেপের পরও প্রথম দিনে ভারতের দাপট ঠেকানো যায়নি। মাঝে মাঝেই আকাশ অন্ধকার হয়ে সিমিং কন্ডিশন সৃষ্টি করেছে। এই পরিস্থিতেও ভারতীয় ব্যাটসম্যানদের দাপট দেখেছে লর্ডস। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেটে ২২৫ রান তুলেছে ভারত।

রোহিত দ্রুত রান তুলেছেন
ছবি: এএফপি

কন্ডিশন যেমন ছিল তাতে টস জিতে ফিল্ডিংই বেছে নেওয়ার কথা। জো রুট সেটা নিয়েছেনও। জিমি অ্যান্ডারসন ও ওলি রবিনসনের বলগুলো ভয়ও জাগাচ্ছিল। ভারতীয় দুই ওপেনার রোহিত শর্মা ও কেএল রাহুল বেশ কয়েকবার বলে ব্যাটের ছোঁয়া দিতে দিতেও বেঁচে গেছেন। রান নয়, সময় কাটাতেই ব্যস্ত ছিলেন তাঁরা। প্রথম ১০ ওভারে দুজন আক্রমণাত্মক ব্যাটসম্যানের উপস্থিতিতেও ভারত পেল মাত্র ১১ রান। ১৫তম ওভারে গিয়ে খোলস ভাঙল একটু। কিছু ভালো শট আর কিছু ভাগ্যের পরশ মিলিয়ে স্যাম কারেনের ওভার থেকে চারটি চার মারলেন রোহিত।

অ্যান্ডারসনই লড়ছেন
ছবি: এএফপি

কোনো উইকেট না হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেল ভারত। ফিরে নিজের রূপে ফিরলেন রোহিত। আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাত্র ৮৩ বলেই ফিফটি পেয়ে গেলেন এই ওপেনার। অন্তত ২০ ইনিংস খেলা ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ গড়ের রেকর্ডও হয়ে গিয়েছিল তখন তাঁর। একদিকে রোহিত প্রায় ওয়ানডে ছন্দে ব্যাট করলেও রাহুল অন্যদিকে ঠিকই এক প্রান্ত ধরে রাখাতেই ব্যস্ত ছিলেন। স্টুয়ার্ট ব্রড নেই, অ্যান্ডারসনও প্রাথমিক ধাক্কা দিতে পারেননি। রবিনসন, মার্ক উড ও স্যাম কারেনদের বলেও আঁতকে ওঠার মতো কিছু দেখা যাচ্ছিল না।

রোহিত সেঞ্চুরিটা যখন পাবেন বলেই মনে হচ্ছে, তখন অ্যান্ডারসনের আঘাত। টানা কয়েকটি বল আউট সুইং করেছিলেন। তারপর একটা আচমকা ভেতরে ঢোকালেন, তাতেই গায়েব রোহিতের স্টাম্প। ৮৩ রানে রোহিত যখন ফিরছেন, ভারতের রান তখন ১২৬। ১১৮ বল খেলে তখন ৩৩ রানে অপরাজিত রাহুল। ভারতকে ঠিক দেড় শ রানে ফিরে গেছেন চেতেশ্বর পূজারা (৯)।

রুট বোলারদের কাছ থেকে সাফল্য বের করতে পারছেন না
ছবি: এএফপি

এর পর আকাশ একটু মেঘলা হয়ে এসেছিল। এ নিয়ে ব্রডের আশা জাগানো এক টুইটও দেখা গেল, ‘এবার কিছু একটা হবে!’ কিন্তু বিরাট কোহলি ও লোকেশ রাহুল কোনো সুযোগ দেননি। যত সময় এগিয়েছে তত রানের গতি বাড়িয়েছেন রাহুল। অন্যদিকে তাঁর ‘প্রান্ত ধরে রাখা’র দায়িত্বটা বুঝে নিয়েছেন কোহলি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৮ রানে অপরাজিত কোহলি। ওদিকে সেঞ্চুরির অপেক্ষায় রাহুল (৯১*)।