শ্রীলঙ্কাকে জায়গা দিতে পারছে না পাকিস্তান

পরপর দুটি সফর বাতিল হওয়ায় বিপাকে পাকিস্তান ক্রিকেট বোর্ডছবি: টুইটার

আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনে আরেক দফা ধাক্কা খেল পাকিস্তান। নিউজিল্যান্ডের পর ইংল্যান্ডও সফর বাতিলের ঘোষণা দেওয়ার পর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন নিয়ে আবার শঙ্কা জেগেছিল। কিন্তু এর মধ্যেই খবর আসে, শ্রীলঙ্কার মেয়েদের দলের এ মাসের মাঝামাঝি পাকিস্তান সফরের ব্যাপারে আলোচনা চলছে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) শীর্ষ পর্যায়ে পালাবদলের ভজকটে ভেস্তে যাচ্ছে এ সফরের পরিকল্পনাও। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, আপাতত শ্রীলঙ্কার মেয়েদের আতিথেয়তা দিতে পারছে না পাকিস্তান।

গত মাসে নিরাপত্তা শঙ্কাকে কারণ দেখিয়ে কোনো ম্যাচ না খেলেই পাকিস্তান সফর থেকে ফিরে যায় নিউজিল্যান্ড। এর তিন দিন পর পাকিস্তান সফরে না যাওয়ার কথা জানায় ইংল্যান্ডও। এ মাসের মাঝামাঝি সময়ে পাকিস্তান সফর করার কথা ছিল ইংল্যান্ডের ছেলে ও মেয়েদের দলের। ২০০৫ সালের পর সেটা হতো ইংল্যান্ডের প্রথম পাকিস্তান সফর।

১৫ অক্টোবর পাকিস্তান যাওয়ার পর তিনটি ওয়ানডে ও একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল শ্রীলঙ্কার
ফাইল ছবি

নিউজিল্যান্ড ও ইংল্যান্ড মুখ ফিরিয়ে নেওয়ার পর বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গে আলোচনা করে পিসিবি। তবে স্বল্প সময়ের ব্যবধানে পাকিস্তান যেতে পারেনি কোনো দলই। এরপরই আলোচনায় আসে শ্রীলঙ্কার মেয়েদের সফরের কথা। পরিকল্পনা অনুযায়ী, ১৫ অক্টোবর পাকিস্তান যাওয়ার পর তিনটি ওয়ানডে ও একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল শ্রীলঙ্কার।

গত বছরের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর শ্রীলঙ্কার মেয়েদের প্রথম আন্তর্জাতিক সিরিজ হতো সেটা। সামনের ওয়ানডে বিশ্বকাপের আগে প্রস্তুতিরও সুযোগ পেত দুই দল।
তবে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সংকটের সময়েই পালাবদলের ভেতর দিয়ে যাচ্ছে পিসিবি। নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাবেক অধিনায়ক রমিজ রাজা। পদত্যাগ করেছেন পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান। এর আগেই দায়িত্ব ছেড়ে দিয়েছেন ছেলেদের দলের প্রধান কোচ মিসবাহ-উল-হক ও বোলিং কোচ ওয়াকার ইউনিস।

নিউজিল্যান্ড পাকিস্তান সফর বাতিল করেছে, যাবে না ইংল্যান্ডও
ছবি: এএফপি

এসব কারণেই মূলত পাকিস্তান শ্রীলঙ্কাকে আতিথেয়তা দিতে পারছে না বলে জানিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভা, ‘আলোচনা চলমান ছিল। তবে ব্যবস্থাপনায় পরিবর্তন আসায় মনে হচ্ছে তারা আমাদের জন্য সময় বের করতে হিমশিম খাচ্ছে। আশা করি, বিশ্বকাপের আগে হবে। সব ঠিকঠাক থাকলে দেখা যাক এর আগে করা যায় কি না।’

আগামী বছরের মার্চ-এপ্রিলে নিউজিল্যান্ডে হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। সূচি অনুযায়ী, এ বছর হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে সেটা পিছিয়ে গেছে। মূল টুর্নামেন্টের আগে আগামী মাসে জিম্বাবুয়েতে হবে বিশ্বকাপের বাছাইপর্ব। সেটাতে অংশ নেবে বাংলাদেশও।