শ্রীলঙ্কা না পারলে এশিয়া কাপ বাংলাদেশে

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামফাইল ছবি

এবারের এশিয়া কাপ ক্রিকেট হওয়ার কথা শ্রীলঙ্কায়। কিন্তু দেশটির রাজনৈতিক আর অর্থনৈতিক অবস্থার কোনোটিই ভালো নয়। তাই প্রশ্ন উঠছে, এবারের এশিয়া কাপ শ্রীলঙ্কায় হবে তো? শেষ পর্যন্ত শ্রীলঙ্কা যদি এশিয়া কাপ আয়োজন করতে না-ই পারে, তাহলে কোথায় হবে?

কাল ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান বলেন, টুর্নামেন্টটি হতে পারে বাংলাদেশেও।

বিসিবি সভাপতি নাজমুল হাসান
ফাইল ছবি

এশিয়া কাপের সম্ভাব্য ভেন্যু নিয়ে নাজমুলের কথা, ‘শ্রীলঙ্কার অবস্থা খারাপ, তার মানে বোর্ডও ভালো অবস্থায় নেই। এই সময়ে এসব একটা প্রশ্ন হলো?’

এটা বলার পর নাজমুল যোগ করেন, ‘সময় বলে দেবে সবকিছু। ২৪ তারিখ আমার ভারতে যাওয়ার কথা, আইসিসি চেয়ারম্যানের সঙ্গেই। এই সময়ে এটা নিয়ে কথা বলা ঠিক হবে। যদি ভেন্যু পরিবর্তিত হয়, অবশ্যই ভেন্যু হিসেবে প্রথম পছন্দ থাকবে বাংলাদেশ। যদি বিকল্প কোনো ভেন্যু হয়, এটা বাংলাদেশই হবে।’

আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে বাংলাদেশেও আসবেন বলে জানিয়েছেন নাজমুল। তবে কেন তিনি হঠাৎ বাংলাদেশ সফরে আসবেন, সে বিষয়ে কিছু জানাতে পারেননি বিসিবির সভাপতি। মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা দেখার কথা বার্কলের।