সমস্যা কাটিয়ে উঠতে মুমিনুলকে আরও কাজ করতে হবে

২ রানে আউট হয়ে ফিরছেন মুমিনুল হকছবি: প্রথম আলো

ব্যাট হাতে মুমিনুল হকের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। সর্বশেষ ১৩ ইনিংসে একটি মাত্র অর্ধশতক বাংলাদেশ টেস্ট অধিনায়কের। সর্বশেষ ৮ ইনিংসে তাঁর সর্বোচ্চ স্কোর ৩৭। কাল কাসুন রাজিতার বলে তিনি যেভাবে বোল্ড হয়েছেন, সেটা নিয়েও প্রশ্ন উঠেছে। দিনের খেলা শেষে বাংলাদেশের ব্যাটিং কোচ জেমি সিডন্সকে এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল। সেই প্রশ্নের উত্তরে সিডন্স বলেছেন, এ অবস্থা থেকে বেরিয়ে আসতে ব্যাটিং নিয়ে আরও কিছু কাজ করতে হবে মুমিনুলকে।

এটা ঠিক যে ‘কনকাশন’ বদলি রাজিতার বলটি ভালোই ছিল। অফ স্টাম্পের বাইরে বোলিং করে যাওয়া রাজিতার ওই বলটি একটু ভেতরে ঢুকেছিল। সেটি রক্ষণ করতে গিয়ে একটু দেরি করে ফেলেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক। ফুটওয়ার্কটা ঠিক না হওয়ায় বল ব্যাটে লাগেনি। ব্যাটকে ফাঁকি দিয়ে বল স্টাম্পে গিয়ে লেগেছে।

মুমিনুলকে আউট করে শ্রীলঙ্কার খেলোয়াড়দের উচ্ছ্বাস
ছবি: প্রথম আলো

মুমিনুলের ফুটওয়ার্কের এমন সমস্যাটা মূলত হয়েছে বলটি কীভাবে খেলবেন, সেই সিদ্ধান্ত নিতে দেরি করায়। সাম্প্রতিক সময়ে এমন ভুল মুমিনুল আরও করেছেন। মুমিনুলের আউট নিয়ে দিনের খেলা শেষে সিডন্স বলেছেন, ‘আমি তাকে আরও দু–একবার এভাবে আউট হতে দেখেছি। সে এটা নিয়ে কাজ করছে।’

রাজিতার বলটি বেশ ভালো ছিল বলে মানছেন সিডন্স। কিন্তু বলটা যেভাবে খেলা উচিত ছিল, সেটা মুমিনুল পারেননি বলেও মনে করেন বাংলাদেশের অস্ট্রেলিয়ান ব্যাটিং কোচ, ‘বলটি খুব ভালো ছিল। কিন্তু বলটি যতটা ভালোভাবে খেলা যেত, সেটা মুমিনুল পারেনি। (এ সমস্যা কাটিয়ে উঠতে) ওকে আরও কাজ করতে হবে। সে ভালো খেলোয়াড় এবং ফিরে আসবে।’

বাংলাদেশের ব্যাটিং কোচ জেমি সিডন্স
ফাইল ছবি

সিডন্সকে কথা বলতে হয়েছে নাজমুল হোসেনের আউট নিয়েও। রাজিতার নিরীহ দর্শন একটি বলে উইকেটকিপার নিরোশান ডিকভেলার কাছে ক্যাচ দিয়ে ফিরেছেন নাজমুল। তাঁর আউটটি হয়তো ভালো লাগেনি সিডন্সেরও। বিষয়টি তিনি একটু অন্যভাবেই বলেছেন, ‘দল যদি ভালো ব্যাটিং করে তাহলে আপনি দু-একজন খেলোয়াড়ের দু-একটি বাজে ইনিংস মেনে নিতে পারেন। শান্ত ভালো খেলোয়াড়। সে ভবিষ্যতে আরও ভালো খেলবে। ব্যাটিং ইউনিট হিসেবে আমরা এ ম্যাচে নিজেদের কাজটা করে ফেলেছি। আশা করছি, দলের জন্য কিছু করার সুযোগ সে দ্বিতীয় ইনিংসে এবং দ্বিতীয় টেস্টে পাবে।’