সাকিব–মোস্তাফিজকে নিয়ে বিশেষ পরিকল্পনা শ্রীলঙ্কার

সাকিব আল হাসান আর মোস্তাফিজকে নিয়ে যত ভয় শ্রীলঙ্কারফাইল ছবি : প্রথম আলো

সুপার টুয়েলভের লড়াই শুরু হয়ে গেছে আজ। আগামীকাল এই পর্বের দ্বিতীয় দিনে মাঠে নামছে এশিয়ার চার দল। প্রথম ম্যাচে বাংলাদেশের সামনে শ্রীলঙ্কা। দ্বিতীয় ম্যাচে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত–পাকিস্তান লড়াই। বাংলাদেশ–শ্রীলঙ্কা ম্যাচের ভেন্যু শারজা। গতকাল এই মাঠেই নেদারল্যান্ডসের বিপক্ষে খেলেছে শ্রীলঙ্কা। ধীরগতির উইকেটে দাপট দেখান স্পিনাররা। আগামীকাল ম্যাচের আগে তাই বেশির ভাগ আলোচনাজুড়ে দুই দলের স্পিন আক্রমণ।

শ্রীলঙ্কা অধিনায়ক শানাকা সাকিব–মোস্তাফিজকে আটকানোর পরিকল্পনা আঁকছেন
ফাইল ছবি

শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা অবশ্য ম্যাচ জয়ের মন্ত্র হিসেবে স্পিন আক্রমণের বাইরে গিয়ে দেখছেন আরেকটি বিষয়ও। প্রথম পর্ব বা গত কিছুদিনে বাংলাদেশ দলের খেলা খুব ভালো করে দেখে শানাকার মনে হয়েছে, বাংলাদেশের বিপক্ষে জিততে চাইলে সাকিব আল হাসান ও মোস্তাফিজকে ভালোভাবে সামলাতে হবে। এ দুজনকে নিয়ে তাই বাড়তি চিন্তা শ্রীলঙ্কা দলের। শানাকা আজ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘এ ম্যাচ নিয়ে ভালোভাবে পরিকল্পনা সাজিয়ে রেখেছি। বিশেষ করে মোস্তাফিজ ও সাকিবকে নিয়ে আমরা ভাবছি।’

বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ
ফাইল ছবি

এটা ঠিক যে প্রথম পর্ব পেরিয়ে বাংলাদেশের সুপার টুয়েলভে ওঠায় বড় ভূমিকা অলরাউন্ডার সাকিব ও পেসার মোস্তাফিজের। কিন্তু মাহমুদউল্লাহও খারাপ খেলেননি। বাংলাদেশের স্পিনাররাও ভালোই করেছেন। বিশেষ করে মেহেদী হাসান। সব মিলিয়ে শানাকা বলেছেন, ‘ফাস্ট বোলারদের চেয়ে স্পিনাররা বাড়তি কিছু সুবিধা পেতে পারে শারজার উইকেটে। আইপিএলের ম্যাচগুলোতে এই ভেন্যু ব্যবহার করা হয়েছে। সাকিব ছাড়াও বাংলাদেশের অন্য যে স্পিনাররা আছে, তাদের কথাও ভুলে গেলে চলবে না।’

বাংলাদেশের বিপক্ষে জেতা সহজ হবে না মনে করেন শানাকা। পরক্ষণে অবশ্য জয়ের আশাবাদও রাখেন, ‘আমাদের ভালো পরিকল্পনা আছে। আশা করছি ভালো একটি ম্যাচ হবে। কোয়ালিফায়ারে বাংলাদেশ ভালো করেছে। টি-টোয়েন্টি ছোট খেলা। আমাদের দিনে আমরা কতটা ভালো, তা সবাই দেখেছে। নিজেদের শক্তি কাজে লাগিয়ে আমাদের খেলতে হবে। বাংলাদেশের ভালো কিছু খেলোয়াড় আছে; মোস্তাফিজ, সাকিব, মাহমুদউল্লাহ। সব মিলিয়ে ওরা ভালো দল।’

বাংলাদেশের বিপক্ষে জয় পাওয়া সহজ হবে না মনে করেন শ্রীলঙ্কার অধিনায়ক শানাকা
ছবি: আইসিসি টুইটার

এই বিশ্বকাপে শ্রীলঙ্কা তরুণ দল নিয়ে এসেছে। প্রথম পর্বে তরুণেরা ভালো খেলাই উপহার দিয়েছেন। টানা তিনটি ম্যাচ জিতে শ্রীলঙ্কার খেলোয়াড়দের আত্মবিশ্বাস বেড়েছে। শানাকাও সেটিই বললেন, ‘দলে বেশির ভাগই তরুণ খেলোয়াড়। তবে ছেলেরা ভালো করেছে, নিজেদের দক্ষতা দেখিয়েছে। ওরা দেখিয়েছে টুর্নামেন্ট জয়ের সামর্থ্য আমাদের আছে। আমাদের ড্রেসিংরুমের পরিবেশটাও দারুণ।’

তবে এ ম্যাচের আগে শ্রীলঙ্কা দলে দুশ্চিন্তাও হানা দিয়েছে। পেশিতে টান পড়ায় বাংলাদেশের বিপক্ষে খেলা অনিশ্চিত স্পিনার মহীশ তিকশানার। শানাকা বলেছেন, ‘আমরা এখনো দেখছি ওকে। এখনো সিদ্ধান্ত হয়নি। সম্ভবত আজই জানতে পারব ওর ব্যাপারে।’