সুপার টুয়েলভের দলগুলোর বিপক্ষে বাংলাদেশের রেকর্ড কেমন

সুপার টুয়েলভের প্রতিপক্ষ নিয়ে নতুন করে পরিকল্পনা করতে হচ্ছে বাংলাদেশকেছবি: বিসিবি

সুপার টুয়েলভে উঠলে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও আফগানিস্তান। সে সঙ্গে শ্রীলঙ্কার গ্রুপ থেকে শ্রীলঙ্কা বাদে উঠে আসা অন্য কোনো দল। এ তথ্য জেনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। দুটি ম্যাচ খেলে ফেলার পর নিয়ম পাল্টে ফেলল আইসিসি। তখন জানা গেল, সুপার টুয়েলভে উঠলেই বি১ দল হিসেবে ২ নম্বর গ্রুপে খেলা নিশ্চিত নয় বাংলাদেশের।

গ্রুপ রানার্সআপ হলে খেলতে হবে ১ নম্বর গ্রুপে। সে গ্রুপে আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ গ্রুপ রানার্সআপই হয়েছে। কিন্তু ‘এ’ গ্রুপে ঠিকই চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। ফলে, বিশ্বকাপের আগে যে ম্যাচ হওয়ার কোনো সম্ভাবনা নেই বলেই জানতেন সবাই, সেই শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচের দেখা মিলছে কাল।

গ্রুপে দ্বিতীয় হওয়ায় সুপার টুয়েলভে প্রত্যাশিত গ্রুপ ২-এ যেতে পারেনি বাংলাদেশ দল
ছবি: আইসিসি টুইটার

সুপার টুয়েলভের পাঁচ প্রতিপক্ষের সঙ্গে বাংলাদেশের অতীত ঘাঁটলে বেশ কিছু মজার খবর পাওয়া যাবে। যেমন ২০২১ সালের আগপর্যন্ত অস্ট্রেলিয়াকে কখনো হারাতে না পারলেও বিশ্বকাপের আগেই চারবার হারানো হয়ে গেছে বাংলাদেশের। ওদিকে ইংল্যান্ডের সঙ্গে টি-টোয়েন্টিতে কখনো দেখাই হয়নি। বাকি তিন প্রতিপক্ষের সঙ্গে ২০১৮ সালের পর কখনো টি-টোয়েন্টি ম্যাচ খেলেনি বাংলাদেশ। আর বিশ্বকাপে এই পাঁচ প্রতিপক্ষের বিপক্ষে মাত্র একটি জয় আছে বাংলাদেশের। সেটিও বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে, ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

সুপার টুয়েলভে বাংলাদেশের ম্যাচ

প্রতিপক্ষ শ্রীলঙ্কা
তারিখ: ২৪ অক্টোবর
ভেন্যু: শারজা
সময়: বিকেল ৪টা
রেকর্ড: ম্যাচ: ১১, জয়: ৪, হার: ৭
সর্বশেষ ম্যাচ: ১৬ মার্চ, ২০১৮।
বাংলাদেশের সর্বশেষ জয়: ১৬ মার্চ, ২০১৮।
বিশ্বকাপে জয়: নেই

সুপার টুয়েলভেও সাকিবই বাংলাদেশের মূল ভরসা
ছবি: আইসিসি টুইটার

প্রতিপক্ষ ইংল্যান্ড
তারিখ ২৭ অক্টোবর
ভেন্যু আবুধাবি
সময় বিকেল ৪টা
রেকর্ড: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এবারই প্রথম দেখা হবে দুই দলের।
সর্বশেষ ম্যাচ: নেই।
বাংলাদেশের সর্বশেষ জয়: নেই।
বিশ্বকাপে জয়: নেই।

প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ
তারিখ ২৯ অক্টোবর
ভেন্যু শারজা
সময় বিকেল ৪টা
রেকর্ড: ম্যাচ: ১২, জয়: ৫, হার: ৬, ফল হয়নি: ১
সর্বশেষ ম্যাচ: ২২ ডিসেম্বর, ২০১৮।
বাংলাদেশের সর্বশেষ জয়: ২০ ডিসেম্বর, ২০১৮।
বিশ্বকাপে জয়: ১টি।

সুপার টুয়েলভে কয় ম্যাচে জয় পাবে বাংলাদেশ?
ছবি: এএফপি

প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা
তারিখ ২ নভেম্বর
ভেন্যু আবুধাবি
সময় বিকেল ৪টা
রেকর্ড: ম্যাচ: ৬, জয়: ০, হার: ৬
সর্বশেষ ম্যাচ: ২৯ অক্টোবর, ২০১৭।
বাংলাদেশের সর্বশেষ জয়: নেই।
বিশ্বকাপে জয়: নেই।

প্রতিপক্ষ অস্ট্রেলিয়া
তারিখ ৪ নভেম্বর
ভেন্যু দুবাই
সময় বিকেল ৪টা
রেকর্ড: ম্যাচ: ৯, জয়: ৪, হার: ৫
সর্বশেষ ম্যাচ: ৯ আগস্ট, ২০২১।
বাংলাদেশের সর্বশেষ জয়: ৯ আগস্ট, ২০২১।
বিশ্বকাপে জয়: নেই।