সৌরভ পদত্যাগ করেছেন, সৌরভ পদত্যাগ করেননি

সৌরভ গাঙ্গুলিছবি: সংগৃহীত

মিনিট দশেকের মধ্যে দুই খবর, দুটি পুরো ১৮০ ডিগ্রি বিপরীত! ভারতীয় ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকট্র্যাকার আজ বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যায়ই জানিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন সৌরভ গাঙ্গুলী। কিন্তু ভারতের আরও দুই সংবাদমাধ্যম টাইমস নাউ ও এএনআই নিউজ কিছুক্ষণ পরই বিসিসিআই সচিব জয় শাহকে উদ্ধৃত করে লিখেছে, ‘সৌরভ পদত্যাগ করেননি।’

হঠাৎ করে সৌরভের পদত্যাগের গুঞ্জন শুরু হয়েছে মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় কিংবদন্তির পোস্টের পর।

সৌরভের সেই পোস্টে যে বিদায়ের সুর, ‘২০২২ সাল দিয়ে আমার ক্রিকেটে ১৯৯২ সাল থেকে শুরু যাত্রার ৩০ বছর পূর্ণ হচ্ছে। তখন থেকে ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, এটি আমাকে আপনাদের সবার সমর্থন এনে দিয়েছে। এই সফরে যাঁরা অংশীদার ছিলেন, আমাকে সমর্থন করেছেন, আজ আমি যে অবস্থানে সেখানে পৌঁছাতে সাহায্য করেছেন, সবাইকে ধন্যবাদ জানাই।’

বিদায়ের পর পোস্টে নতুন কিছু শুরুর ঘোষণাও থাকল। তবে নতুন কিছুটা কী, সেটি পরিষ্কার করেননি সৌরভ, ‘এখন আমি নতুন কিছু শুরু করতে চাইছি, যেটি অনেক মানুষকে সাহায্য করবে। আশা করি জীবনের এই নতুন পথচলায়ও আপনাদের সবার সমর্থন পেতে থাকব।’

বিসিসিআইয়ের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি টিভিপর্দায়ও সৌরভের নিয়মিত উপস্থিতি
ছবি: সংগৃহীত

২০১৯ সালের অক্টোবরে বিসিসিআইয়ের সভাপতি হয়েছিলেন সৌরভ। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে সৌরভের এই বার্তার পর তাঁর রাজনীতিতে যোগ দেওয়ার গুঞ্জনও ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে ছড়িয়েছে বিসিসিআই থেকে তাঁর পদত্যাগের গুঞ্জনও।

গত রোববার আইপিএল শেষ হওয়ার পর কলকাতায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করেছিলেন সৌরভ। এর পর থেকেই গুঞ্জন চলছে সৌরভ কী করতে যাচ্ছেন, সেটি নিয়ে। তবে বিসিসিআই সভাপতির পদ ছাড়ছেন না, এমনটাই জানিয়েছেন অমিত শাহর ছেলে বিসিসিআই সচিব জয় শাহ।

ভারতের সংবাদমাধ্যম এএনআইয়ে সৌরভের পদত্যাগের গুঞ্জনকে ‘মিথ্যা’ জানিয়ে জয় শাহ বলেছেন, ‘সৌরভ গাঙ্গুলী এখনো বিসিসিআই সভাপতিই আছেন।’ বরং সৌরভকে সঙ্গে নিয়ে দারুণ ভবিষ্যতে চোখ জয় শাহর। টাইমস নাউ তাঁকে উদ্ধৃত করে লিখেছে, ‘মিডিয়াস্বত্বের দিক থেকে দারুণ রোমাঞ্চকর একটা সময় আসছে। সেটা নিয়েই ভাবছি আমরা।’

রোববার আহমেদাবাদে আইপিএল ফাইনালে জয় শাহ ও সৌরভ—দুজনই স্টেডিয়ামে পাশাপাশি বসে গুজরাট টাইটানস ও রাজস্থান রয়্যালসের ম্যাচটি দেখেছেন।