১৬ জুন শুরু বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

২০১৮ সালের পর প্রথমবার ওয়েস্ট ইন্ডিজ সফর যাচ্ছে বাংলাদেশফাইল ছবি

বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচি ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ ছাড়াও এ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজে যাবে নিউজিল্যান্ড ও ভারত।

১৬ জুন থেকে ১৬ জুলাইয়ের মধ্যে দুটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। ২০১৮ সালের পর এই প্রথমবার ক্যারিবীয় সফরে যাচ্ছে বাংলাদেশ।

অ্যান্টিগায় ১৬ জুন শুরু হতে যাওয়া প্রথম টেস্ট দিয়ে সিরিজ শুরু করবে বাংলাদেশ। পরের ম্যাচটি হবে সেন্ট লুসিয়ায়। দুটি টেস্টই আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

টেস্টের পর হবে টি-টোয়েন্টি সিরিজ। তিনটি টি-টোয়েন্টি হবে ডমিনিকায়। ২-৭ জুলাইয়ের মধ্যে হবে ম্যাচগুলো। ২০১৭ সালে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত উইন্ডসর পার্কে এ সিরিজ দিয়েই ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট।

ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ
ফাইল ছবি

টি-টোয়েন্টির পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে সফর শেষ করবে বাংলাদেশ। ১০, ১৩ ও ১৬ জুলাই ম্যাচগুলো হবে গায়ানার জাতীয় স্টেডিয়ামে।

এ সফরে কোনো দিবা-রাত্রির ম্যাচ নেই।

আগামী ৫ ও ৬ জুন দুই ভাগে ওয়েস্ট ইন্ডিজ যাবে বাংলাদেশ টেস্ট দল। এরপর যাবে সীমিত ওভারের দল।

বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর

১৬-২০ জুন, ১ম টেস্ট, অ্যান্টিগা, রাত ৮টা

২৪-২৮ জুন, ২য় টেস্ট, সেন্ট লুসিয়া, রাত ৮টা

২ জুলাই, ১ম টি-টোয়েন্টি, ডমিনিকা, রাত ১১-৩০ মি.

৩ জুলাই, ২য় টি-টোয়েন্টি, ডমিনিকা, রাত ১১-৩০ মি.

৭ জুলাই, ৩য় টি-টোয়েন্টি, গায়ানা, রাত ১১-৩০ মি.

১০ জুলাই, ১ম ওয়ানডে, গায়ানা, সন্ধ্যা ৭-৩০ মি.

১৩ জুলাই, ২য় ওয়ানডে, গায়ানা, সন্ধ্যা ৭-৩০ মি.

১৬ জুলাই, ৩য় ওয়ানডে, গায়ানা, সন্ধ্যা ৭-৩০ মি.