৩৪ রানে ৭ উইকেট নেই বাংলাদেশের!

রোচের তোপে গুঁড়িয়ে গেছে বাংলাদেশের টপঅর্ডার। ছবি: এএফপি
রোচের তোপে গুঁড়িয়ে গেছে বাংলাদেশের টপঅর্ডার। ছবি: এএফপি

কী ভয়াবহ শুরু! তামিম ইকবাল-লিটন দাসের ওপেনিং জুটি যোগ করতে পেরেছে ১০ রান। পরের ৮ রানে নেই ৫ উইকেট! স্কোরবোর্ডে ‘১৮’ সংখ্যা থাকতেই চলে গেছে তিন উইকেট। চোখের পলকে ধসে গেছে বাংলাদেশ দলের টপ-অর্ডার। অ্যান্টিগা টেস্টে দুঃস্বপ্নের শুরু সাকিবদের। ১৮ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশের সামনে টেস্টে নিজেদের সর্বনিম্ন রানে অলআউট হওয়ার শঙ্কা।

কেমার রোচ একাই নিয়েছেন ৫ উইকেট। রোচ নামটা আগেও এমন বিভীষিকা ছড়িয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানদের মনে। তামিম ইকবাল (৫), মুমিনুল হক (১), মুশফিকুর রহিম (০), সাকিব আল হাসান (০), মাহমুদউল্লাহ (০)—কেউই ক্যারিবীয় ফাস্ট বোলারের সামনে দাঁড়াতে পারেননি। সবচেয়ে ভয়াবহ ছিল রোচের করা ৯ম ওভার।

দ্বিতীয় বলে মুশফিককে ফিরিয়ে চতুর্থ ওভারে আউট করলেন সাকিবকে। পঞ্চম বলে তুলে নিলেন মাহমুদউল্লাহকে। বাংলাদেশ দলের দুই তারকা ব্যাটসম্যানকে গোল্ডেন ডাকে ফেরানো রোচকে হ্যাটট্রিক-বঞ্চিত করেছেন নুরুল হাসান। হ্যাটট্রিক না হলেও রোচের বোলিং বিশ্লেষণটা দেখলে বুঝবেন, বাংলাদেশের ব্যাটসম্যানরা কীভাবে তাঁর সামনে কেঁপেছে: ৫-১-৮-৫!

১৮ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশ পারবে ইনিংসে নিজেদের সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড এড়াতে? ২০০৭ সালের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে অলআউট হয়েছিল ৬২ রানে, যেটি ইনিংসে বাংলাদেশের সর্বনিম্ন রান। অ্যান্টিগা টেস্টে যে ভয়াবহ শুরু হয়েছে, বাংলাদেশ আজ ৬২ করতে পারে কি না কে জানে!