‘৩-০ হলে ভালো হতো’

সাকিব আল হাসান।ছবি: প্রথম আলো

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেও শেষ ম্যাচ হেরে ধবলধোলাইয়ের সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ দল। অলরাউন্ডার সাকিব আল হাসানের আক্ষেপ সেখানেই। ওয়ানডে সুপার লিগের পয়েন্টের হিসেবে সিরিজ শেষে ২-১ ব্যবধানে জয়ের চেয়ে ফলটা ৩-০ হলে আদর্শ হতো।

আজ ঢাকার এক হোটেলে ঢাকা প্রিমিয়ার লিগে তাঁর দল মোহামেডানের জার্সি উন্মোচন অনুষ্ঠানে সাকিব বলেছেন, ‘আমি যা আশা করেছি, তা হয়নি। কিন্তু এটা নিশ্চিত করতে হবে, পরবর্তীতে এমনটা যেন আর না হয়, এটাই গুরুত্বপূর্ণ। আমার তো মনে হয় প্রথমবার আমরা শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ জেতা খুবই ভালো। অবশ্যই ৩-০ হলে ভালো হতো। কিন্তু শ্রীলঙ্কা যদি ভালো খেলত, তাহলে ফল অন্য রকম হতে পারত।’

মোহামেডানের নতুন জার্সি গায়ে সাকিব।
ছবি: মোহামেডান

৩১ মে থেকে শুরু হতে যাওয়া এবারের প্রিমিয়ার লিগ সাকিবের অধিনায়কত্বে খেলবে মোহামেডান। টি-টোয়েন্টি সংস্করণের এ টুর্নামেন্টে সাকিবকে নিয়ে দলটির বড় আশা। সাকিবও আশার প্রতিদান নিতে চান দলকে শীর্ষে তুলে, ‘লক্ষ্য অবশ্যই থাকবে যেন তালিকার ওপরে থাকতে পারি। কিন্তু লিগটা আসলে অনেক বড়। এখানে ম্যাচ বাই ম্যাচ যাওয়াটাই গুরুত্বপূর্ণ। আমাদের প্রথম লক্ষ্য প্রথম ম্যাচ জেতা, যেহেতু একের পর এক খেলা এবং টি-টোয়েন্টিতে ধারাবাহিকতাটা ধরে রাখা খুব গুরুত্বপূর্ণ।’

আইসিসি নিষেধাজ্ঞা থেকে ফেরা সাকিব তিনটি টি-টোয়েন্টি খেলেছেন আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে। যেখানে তাঁর নির্দিষ্ট কোনো ব্যাটিং পজিশন ছিল না। এবার মোহামেডানের হয়ে কোথায় ব্যাটিং করবেন, এ প্রশ্নের উত্তরে সাকিব বলেছেন, ‘যেটা দলের জন্য ভালো হয়, সেটা আমার জন্য গুরুত্বপূর্ণ। তার জন্য তিন-চার-পাঁচ-ছয় বা শেষ দিকে ব্যাটিং পেলেও আমার কোনো সমস্যা নেই।’