লারার রেকর্ড ভাঙা হলো না দ্রুততম ত্রিশতক করা আগারওয়ালের

৩৬৬ রানে শেষ হয়েছে তন্ময় আগারওয়ালের মহাকাব্যিক ইনিংসএক্স

ভারতের হয়ে এখনো অভিষেক হয়নি। আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদে একবার জায়গা হলেও খেলার সুযোগ হয়নি। সেই তন্ময় আগারওয়াল গতকাল থেকে ক্রিকেট–বিশ্বে অন্যতম আলোচিত নাম। হায়দরাবাদের ২৮ বছর বয়সী ওপেনার আগারওয়াল রঞ্জি ট্রফিতে কাল অরুণাচল প্রদেশের বিপক্ষে ১৪৭ বলে ত্রিশতক করেছেন, যা প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসে দ্রুততম।

আগারওয়াল ভেঙেছেন দক্ষিণ আফ্রিকার মার্কো মারাইসের বিশ্ব রেকর্ড। ২০১৭ সালে দেশটির প্রথম শ্রেণির ঘরোয়া প্রতিযোগিতা সানফয়েল থ্রি ডে কাপে বর্ডারের হয়ে ইস্টার্ন প্রভিন্সের বিপক্ষে ১৯১ বলে ত্রিশতক ছুঁয়েছিলেন মারাইস।

টস জিতে অরুণাচল প্রদেশকে ব্যাটিংয়ে পাঠায় হায়দরাবাদ। প্রথম ইনিংসে অরুণাচল ৩৯.৪ ওভারে ১৭২ রানে গুটিয়ে যায়। এরপর ব্যাটিংয়ে নেমে আগারওয়ালের দ্রুততম ত্রিশতকে মাত্র ৪৮ ওভারে ১ উইকেট হারিয়ে ৫২৯ রান তোলে হায়দরাবাদ, রানরেট ১১.০২! দিন শেষে আগারওয়াল ৩৩ চার, ২১ ছক্কায় ১৬০ বলে ৩২৩ রানে অপরাজিত ছিলেন।

ম্যাচের তিন দিন বাকি থাকায় আগারওয়ালের সামনে ব্রায়ান লারার বিশ্ব রেকর্ড ভাঙার সুবর্ণ সুযোগ ছিল। প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড লারার, ১৯৯৪ সালে ইংলিশ কাউন্টি ক্লাব ওয়ারউইকশায়ারের হয়ে ডারহামের বিপক্ষে ৫০১ রানে অপরাজিত ছিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি।

আর ভারতীয়দের মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেট ব্যক্তিগত সর্বোচ্চ ভাওসাহেব বাবাসাহেব নিম্বলকারের। ১৯৪৮ সালে রঞ্জি ট্রফিতেই কাথিয়াবারের বিপক্ষে ৪৪৩ রানে অপরাজিত ছিলেন মহারাষ্ট্রের নিম্বলকার।  

আরও পড়ুন

তবে প্রথম শ্রেণির ক্রিকেটে লারার বিশ্ব রেকর্ড ভাঙতে কিংবা ভারতীয়দের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলা নিম্বলকারকে ছাড়িয়ে যেতে পারেননি আগারওয়াল। আজ সকালে আর ৪৩ রান যোগ করে আউট হয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ৩৪ চার, ২৬ ছক্কায় ১৮১ বলে ৩৬৬ রানে শেষ হয়েছে তাঁর মহাকাব্যিক ইনিংস।

ব্রায়ান লারার বিশ্ব রেকর্ডটা ৩০ বছর ধরে অক্ষত আছে
এক্স

আগারওয়াল আউট হওয়ার কিছুক্ষণ পরেই প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছেন হায়দরাবাদ অধিনায়ক গাহলাউত রাহুল সিং, যিনি আগারওয়ালের সঙ্গে উদ্বোধনী জুটিতে তুলেছিলেন ৪৪৯ রান।

আরও পড়ুন

লারা কিংবা নিম্বলকারের রেকর্ড ভাঙার দিকে যে ঝোঁক নেই, সেটা গতকালই বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছিলেন আগারওয়াল। তিনি বলেছিলেন, ‘না, আমি এটা (রেকর্ড ভাঙা) নিয়ে ভাবছি না। কারণ, আমি জানি না শনিবার (আজ) আমরা আরও কতক্ষণ ব্যাট করব। তবে যতক্ষণ ব্যাট করার সুযোগ পাব, যেভাবে শুরু করেছি, সেভাবেই খেলার চেষ্টা করব। যদি এটা হয়, তাহলে ভালো। এটা করতেই হবে, এমন ভাবনা নেই।’