টেন্ডুলকারপুত্র অর্জুনকে কুকুরের কামড়, আজ কি খেলবেন

অর্জুন টেন্ডুলকারছবি: টুইটার

লক্ষ্ণৌ সুপারজায়ান্টস গতকাল নিজেদের অফিশিয়াল টুইটার হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করে। লক্ষ্ণৌর খেলোয়াড়েরা অনুশীলন করছিলেন। মুম্বাই ইন্ডিয়ানসের অলরাউন্ডার অর্জুন টেন্ডুলকার সেখানে গিয়ে লক্ষ্ণৌর খেলোয়াড়দের সঙ্গে কথা বলছিলেন। তাঁদের আলাপচারিতার সেই ভিডিও দেখেই শঙ্কাটা তৈরি হয়েছে। আইপিএলে আজ সন্ধ্যার ম্যাচে মুখোমুখি হচ্ছে এ দুই দল। মুম্বাইয়ের জার্সিতে অর্জুনকে দেখা যাবে তো?

আরও পড়ুন

লক্ষ্ণৌর পেসার বুধিমির সিংয়ের সঙ্গে কথা বলছিলেন অর্জুন। এ সময় বুধিমির তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর জানতে চান। তখনই অর্জুন তাঁকে জানান, ‘এক দিন আগে একটা কুকুর কামড়েছে।’

এ সময় বোলিং করার বাঁ হাতটা তুলে কামড়ের জায়গাটাও দেখান ২৩ বছর বয়সী ক্রিকেটার। তবে ঘটনাটা সম্ভবত মারাত্মক কিছু নয়। অর্জুন হাসিমুখেই সবার সঙ্গে কথা বলেছেন এবং বাঁ হাত নাড়ানো দেখেও মনে হয়নি কোনো প্রকার অস্বস্তি আছে। তবে এই ঘটনা কোথায় ঘটেছে তা জানা যায়নি।

এবারই আইপিএলে অভিষেক হয়েছে শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুনের। গত ২৫ এপ্রিল মুম্বাইয়ের হয়ে আইপিএলে সর্বশেষ মাঠে নেমেছিলেন অর্জুন। আইপিএলে এ পর্যন্ত চার ম্যাচ খেলে ৯২ রান দিয়ে ৩ উইকেট পেয়েছেন। গুজরাট টাইটানসের বিপক্ষে ৯ রানে ১ উইকেট নেওয়াই তাঁর সেরা পারফরম্যান্স। এক ম্যাচে ব্যাটিংয়ে নেমে ১৩ রান করেন।

আরও পড়ুন

আকাশ মাধওয়াল ও কুমার কার্তিকেয়া আসার পর থেকে অবশ্য বেঞ্চে বসে থাকতে হচ্ছে অর্জুনকে। তবে ব্যাটিং অলরাউন্ডার তিলক ভার্মা চোটে পড়ায় আজ অর্জুনের খেলার সম্ভাবনা তৈরি হয়। কিন্তু কুকুর কামড়ে দেওয়ার পর অর্জুন খেলবেন কি না, এখন স্বাভাবিকভাবেই আসছে এমন প্রশ্ন।

লিগে আরও ২টি ম্যাচ খেলবে মুম্বাই। ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তালিকার তিনে রোহিত শর্মার দল। গতকাল রাতে গুজরাট টাইটানস প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে। পরের দুটি ম্যাচ জিতলে গুজরাটের মতো মুম্বাইও শীর্ষ দুইয়ে থেকে লিগ শেষ করা নিশ্চিত করবে।

আরও পড়ুন