যখন থেকে বোলিং করি আপনাকেই অনুসরণ করি

পাকিস্তানি পেসার শাহীন আফ্রিদিছবি: সংগৃহীত

বিশ্বকাপ শুরুর আগেই হঠাৎ করেই সব আলো নিজের দিকে টেনে নিলেন মোহাম্মদ শামি। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওভারে ম্যাচ জেতা বোলিংয়ে মাঠের পারফরম্যান্সে আলো ছড়িয়েছেন। সে সঙ্গে শাহিন শাহ আফ্রিদির সঙ্গে তাঁর আলাপচারিতাও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। যেখানে শাহিনকে বলতে শোনা যায়, তিনি বোলিংয়ের শুরু থেকেই শামিকে অনুসরণ করে আসছেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের টুইটার অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করা হয়। মাঠে তখন বোলিং অনুশীলন করছিলেন পাকিস্তানি ফাস্ট বোলার শাহিন। বোলিংয়ের ফাঁকে একপর্যায়ে অদূরে দাঁড়িয়ে থাকা শামির সঙ্গে কথা বলতে দেখা যায় এ পেসারকে।

শামিকে দেখেই মূলত এগিয়ে আসেন শাহিন। কাছে এসে শুরুতেই জড়িয়ে ধরে কুশল বিনিময় করেন দুজন। এরপর শামিকে শাহিন জিজ্ঞেস করেন, ‘শামি ভাই কেমন আছেন আপনি?’

কুশল বিনিময় শেষে শাহিন আরও বলেছেন, ‘যখন থেকে আমি বোলিং শুরু করেছি, আপনাকে অনুসরণ করি। তখন থেকেই আমি আপনার রিস্ট পজিশন এবং আপরাইট সিমের ভক্ত।’

উত্তরে হাসি মুখে শামি বলেছেন, ‘যদি রিলিজ পয়েন্ট (বল ছাড়ার অবস্থান) ঠিক থাকে, তবে সিমও ঠিক হয়ে যাবে।’

ভিডিওটি সামনে আসার পর থেকেই দুই দেশের ক্রিকেট সমর্থকদের আলোচনার কেন্দ্রে। অনেকেই দুজনের এমন উষ্ণ আলাপচারিতাকে অভিবাদন জানিয়েছেন। তবে এই আলাপকে ঘিরে কটাক্ষও করেছেন কেউ কেউ।

প্রস্তুতি ম্যাচে ১ ওভারে ৩ উইকেট পেয়েছেন শামি
ছবি: টুইটার

টুইটারে একজন লিখেছেন, ‘দেখে ভালো লাগল। খেলোয়াড়েরা একে অপরের জন্য খুবই আন্তরিক, সমর্থকেরা অবশ্য এমন নন।’ কেউ কেউ আবার এশিয়া কাপে বিরাট কোহলির সঙ্গে কথা বলার পর বাবর আজমের ছন্দহীনতার কথা মনে করিয়ে দিয়েও খোঁচা দিয়েছেন।

সমর্থকদের লড়াই না কমলেও, সাম্প্রতিক সময়ে ভারত–পাকিস্তানের ক্রিকেটারদের এমন সৌহার্দ্য একেবারে নতুন কিছু না। এর আগে গত এশিয়া কাপেও বাবর–কোহলিদের উষ্ণ আলাপ বেশ প্রশংসিত হয়েছে।

আরও পড়ুন

শুধু শামি–শাহিনই নন, একই দিন বাবরের সঙ্গে সুনীল গাভাস্কারের আলাপের ডিভিও পোস্ট করেছে ক্রিকেট পাকিস্তান।

২৩ অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত–পাকিস্তান।