‘চারের মাস্টার’ বাবর ও ‘প্রথম ওভার স্পেশালিস্ট’ আফ্রিদির নতুন রেকর্ড

পাকিস্তান টি–টোয়েন্টি দলের সাবেক অধিনায়ক শাহিন আফ্রিদি (বাঁয়ে) ও বর্তমান অধিনায়ক বাবর আজমএএফপি

সংস্করণ যেটাই হোক, মাটি কামড়ানো শট খেলতেই বোধ হয় প্রথম পছন্দ বাবর আজমের। আর এভাবেই টি-টোয়েন্টিতে তিনি ৪১ গড়ে প্রায় ৪০০০ রান করেছেন। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম টি-টোয়েন্টিতে খেলেছেন ৪৪ বলে ৬৯ রানের ইনিংস। এই ইনিংসেও ছিল চারের দাপট—চার মেরেছিলেন ৬টি, ছক্কা ২টি।

এই ইনিংসের খেলার পথে নতুন রেকর্ড গড়েছেন পাকিস্তান অধিনায়ক। গতকালের ইনিংস খেলার পথে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি চার মারার রেকর্ড গড়েছেন বাবর, ছাড়িয়ে গেছেন আয়ারল্যান্ডের ওপেনার পল স্টার্লিংকে।

আরও পড়ুন

টি-টোয়েন্টি ক্রিকেটে বাবর ইনিংস খেলেছেন ১০৭টি, চার মেরেছেন ৪০৯টি। ১৩৬ ইনিংস খেলে দ্বিতীয় সর্বোচ্চ ৪০৭টি চার স্টার্লিংয়ের। তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে আছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। এই সংস্করণে কোহলির চার ৩৬১টি, রোহিতের ৩৫৯টি। পাঁচ নম্বরে থাকা অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার চার মেরেছেন ৩২০টি। সর্বোচ্চ চার মারার তালিকার শীর্ষ ৫ ব্যাটসম্যানের মধ্য সবচেয়ে কম ছক্কা মেরেছেন বাবরই, ৬২টি। সবচেয়ে বেশি রোহিত শর্মা—১৯০টি।

গতকাল আরও একটি রেকর্ড গড়েছেন বাবর। সেটি অবশ্য ম্যাচ খেলায়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন যৌথভাবে সর্বোচ্চ ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ডে বাবরের নাম। বাবর ও অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চ সর্বোচ্চ ৭৬টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। রেকর্ডটি বাবরের একার দখলে নেওয়া এখন সময়ের ব্যাপার।
অধিনায়ক হিসেবে বাবর ৬৯ ইনিংসে ব্যাটিং করেছেন। গড় ক্যারিয়ার গড়ের চেয়ে কম—৩৭.৪১, ফিফটি ২১টি, সেঞ্চুরি ৩টি।

আরও পড়ুন

বাবরের রেকর্ডের দিনে গতকাল পেসার শাহিন আফ্রিদিও নতুন রেকর্ড গড়েছেন। স্বীকৃত টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে ম্যাচের প্রথম ওভারে ৫০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন আফ্রিদি। গতকাল টম ব্ল্যান্ডেলকে আউট করে এই রেকর্ড গড়েন তিনি। এই তালিকার দুই নম্বরে আছেন ভারতের ভুবনেশ্বর কুমার, তিনি ফিরিয়েছেন ৪৩ জন ব্যাটসম্যানকে।

প্রথম বোলার হিসেবে ম্যাচের প্রথম ওভারে ৫০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন আফ্রিদি
এএফপি

গতকাল নিউজিল্যান্ডকে ৯ রানে হারিয়ে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ২-২-এ ড্র করেছে পাকিস্তান। ৩০ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন আফ্রিদি। ৮ উইকেট নিয়ে সিরিজসেরাও হয়েছেন এই পেসার।