‘অশালীন ভাষা’ ব্যবহার করে ‘তিরস্কৃত’ অস্ট্রেলিয়ার অধিনায়ক ফিঞ্চ

অস্ট্রেলিয়ার অনুশীলনে অধিনায়ক অ্যারন ফিঞ্চছবি: এএফপি

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড সিরিজের প্রথম টি-টোয়েন্টি হয়েছে তিন দিন হয়ে গেল। কিন্তু সেই ম্যাচের রেশ যেন এখনো কাটছে না। প্রথম দুদিন কথা হলো ম্যাথু ওয়েডের ফিল্ডিংয়ে বাঁধা দেওয়ার বিষয় নিয়ে। এবার আবিষ্কার হলো, মাঠে অশালীন ভাষা ব্যবহার করেছিলেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

সেদিন মাঠে প্রতিপক্ষ ইংল্যান্ড দলকে উদ্দেশ করে ফিঞ্চ যে অশালীন ভাষা ব্যবহার করেছিলেন, সেটা ধরা পড়েছে স্টাম্প মাইকে। এর জন্য তেমন কোনো শাস্তি পেতে হয়নি ফিঞ্চকে। তবে ম্যাচ রেফারি তাঁকে ডেকে নিয়ে তিরস্কার করেছেন। একই সঙ্গে সতর্কও করে দেওয়া হয়েছে ফিঞ্চকে।

একই ধরনের অপরাধ এই সিরিজে বা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আবার করলে নিষিদ্ধ হওয়ার ঝুঁকি আছে
ছবি: এএফপি

গত ২৪ মাসের মধ্যে এ ধরনের অপরাধ ফিঞ্চের এটাই প্রথম। এ কারণেই বড় কোনো শাস্তি পাননি অস্ট্রেলিয়ার অধিনায়ক। তবে একটি ডিমেরিট পয়েন্ট জমা হয়েছে তাঁর। আর একই ধরনের অপরাধ এই সিরিজে বা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আবার করলে নিষিদ্ধ হওয়ার ঝুঁকি আছে।

ইংল্যান্ডের বিপক্ষে পার্থে প্রথম টি-টোয়েন্টিতে ৮ রানে হেরেছে অস্ট্রেলিয়া। জয়ের জন্য ২০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০০ রান তুলেছে ফিঞ্চের দল। চার নম্বরে ব্যাট করতে নেমে ৭ বলে ১২ রান করে রানআউট হয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।

এর আগে দুই ওপেনার জস বাটলার ও অ্যালেক্স হেলসের দুটি ফিফটিতে ২০ ওভারে ৬ উইকেটে ২০৮ রান তোলে ইংল্যান্ড। বাটলার ও হেলস উদ্বোধনী জুটিতে ১১.২ ওভারে তোলেন ১৩২ রান। জুটি ভাঙতে না পেরে হতাশ হয়েই ইংল্যান্ডের ইনিংসের নবম ওভারে অনুপযুক্ত ভাষা ব্যবহার করেছেন ফিঞ্চ।